পাকিস্তানের দুটি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে চীন
  2018-07-09 16:41:48  cri
জুলাই ৯: আজ (সোমবার) সকালে চীনের কানসু প্রদেশের চিউ ছিয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে 'সিজেড-টুসি' রকেটের মাধ্যমে পাকিস্তানের 'রিমোট-সেন্সিং উপগ্রহ-ওয়ান' ও বৈজ্ঞানিক পরীক্ষামূলক উপগ্রহ 'পাকটেস-ওয়ানএ' সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এটি পাকিস্তানের 'যোগাযোগ উপগ্রহ-ওয়ানআর' এর দু'দেশের মহাকাশ ক্ষেত্রের দ্বিতীয় সহযোগিতা।

পাকিস্তানের 'রিমোট-সেন্সিং উপগ্রহ-ওয়ান' চীনের স্পেস প্রযুক্তি একাডেমি গবেষণা করেছে। এটি প্রধানত দেশটির ভূমি ও সম্পদ গুমারি, পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্ঘটনা পর্যবেক্ষণ, শহর পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে কাজ করবে। সেই সঙ্গে দেশের অর্থনীতি ও সমাজ উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালনের পাশাপাশি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও 'এক অঞ্চল এক পথ' প্রতিষ্ঠায় তথ্য সেবা প্রদান করবে।

'পাকটেস-ওয়ানএ' পাকিস্তানের নিজস্ব গবেষণায় তৈরি বৈজ্ঞানিক পরীক্ষামূলক উপগ্রহ, যা উপগ্রহ প্ল্যাটফর্মের জন্য প্রযুক্তিগত সাহায্য প্রদান করবে।

(তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040