চীন-জার্মান সরকারের পঞ্চম দফা বৈঠক শুরু
  2018-07-09 11:09:11  cri
জুলাই ৯: জার্মানির স্থানীয় সময় গতকাল (রোববার) বিকেলে বার্লিন পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। সফরের শুরুতেই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে যৌথভাবে চীন-জার্মান সরকারের পঞ্চম দফা পরামর্শ বৈঠকে সভাপতিত্ব করেন লি খ্য ছিয়াং।

লি খ্য ছিয়াং বলেন, দু'দেশের নতুন সরকার গঠনের ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় সফর সম্পন্ন হয়েছে; এ থেকে চীন-জার্মানির সুষ্ঠু সম্পর্ক ও সহযোগিতার প্রত্যাশা ফুটে উঠেছে। সরকারি পরামর্শ ব্যবস্থা দু'পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায় ও বিভিন্ন খাতের সঙ্গে জড়িত সংলাপের প্ল্যাটফর্ম; যা বিভিন্ন খাতের সহযোগিতার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

প্রধানমন্ত্রী লি আরো বলেন, চলমান জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে চীন-জার্মান সরকারের বিভিন্ন বিভাগের প্রথমবারের সার্বিক যৌথ সিদ্ধান্ত, সহযোগিতা ও অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করা উচিত। নতুন প্রারম্ভে দাঁড়িয়ে বিভিন্ন খাতের সার্বিক সহযোগিতা নিয়ে পরামর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, এতে অবাধ বাণিজ্য, বহুপক্ষবাদ ও ন্যায়সঙ্গত আন্তর্জাতিক শৃঙ্খলা সংরক্ষিত হবে।

এই সফরে মার্কেলের সঙ্গে বৈঠক করবেন লি এবং দ্বিপক্ষীয় সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হবে।(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040