0706
|
১. সালাম সালাম হাজার সালাম
স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রথম গাওয়া হয় এ গানটি। ফজল-এ-খোদার রচনায় এ গানটির সুরারোপ করেন আব্দুল জব্বার। গানটি প্রথম গাওয়া হয় তারই কণ্ঠে।আবদুল জব্বারের অন্যতম সেরা এ গানটি মুক্তিযুদ্ধের সময় প্রেরণা জুগিয়েছে হাজারও বাঙালির মনে। #গান ১
২. তুমি কি দেখেছো কভু
আবদুল জব্বারের গাওয়া জীবনমুখী এ গানটির আবেদন কখনো ফুরোবার নয়। ১৯৬৮ সালের জনপ্রিয় বাংলা সিনেমা 'এতটুকু আশা' সিনেমার এ গানটি বিবিসি জরিপে সর্বকালের সেরা বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছে। নারায়ণ ঘোষ মিতা পরিচালিতএ সিনেমায় অভিনয় করেন সদ্য প্রয়াত নায়করাজ রাজ্জাক, সূজাতা, হাসমত, আলতাফ প্রমুখ।
#গান ২
৩. ওরে নীল দরিয়া
১৯৭৮ সালের সাড়াজাগানো বাংলা সিনেমা 'সারেং বউ'য়ের এ গানটি হয়েছিলো তুমুল জনপ্রিয়। আবদুল্লাহ আল মামুন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছিলেন ফারুক ও কবরী। ফারুকের অভিনয়ে আব্দুল জব্বারের ভরাট কণ্ঠে গাওয়া এ গানটি আজও ঢেউ তোলে শ্রোতাদের মনে।
#গান ৩
৪. পিচ ঢালা এই পথ
রাজ্জাক-ববিতা অভিনীত 'পিচ ঢালা পথ' সিনেমার তুমুল জনপ্রিয় এ গানটির কারণে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন শিল্পী আব্দুল জব্বার। রবীন ঘোষের সুরে ও আহমদ জামান চৌধুরীর রচনায় এ গানে আব্দুল জব্বারের চমৎকার গায়কী মুগ্ধ করেছেশ্রোতাদের।
#গান ৪
৫. এক বুক জ্বালা নিয়ে
১৯৭৫ সালের 'মাস্তান' সিনেমার এ গানটিও শিল্পী আবদুল জব্বারের অন্যতম জনপ্রিয় একটি গান। আহমদ জামান চৌধুরীর রচনা ও আজাদ রহমানের সুরে এ গানটি আজও রয়েছে শ্রোতাদের প্রিয় গানের তালিকায়।
#গান ৫
৬. বন্ধু তুমি শত্রু তুমি
রাজ্জাক-শাবানা জুটির 'অনুরাগ' (১৯৭৯) সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আবদুল জব্বার। এ কোমল সুরের বেদনাবিধুর গানে তার মায়াভরা কণ্ঠের জাদুতে মুগ্ধ হবেন না এমন শ্রোতা খুঁজে পাওয়া যাবে না।
#গান ৬
৭. বিদায় দাও গো বন্ধু তোমরা
আব্দুল জব্বারে দরাজ গলায় গাওয়া এ গানটি স্মরণীয় হয়ে আছে এর চমৎকার কথার জন্য। তার গাওয়া প্লেব্যাক গানের মধ্যে এ গানটির রয়েছে এক বিশেষ আবেদন। 'মা' অ্যালবামের এ গানটির ১৯৭৭ সালে সিনেমার জন্য গেয়েছিলেন তিনি।