বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনের 'এ'শেয়ার বাজার আরও উন্মুক্ত হবে
  2018-07-08 19:15:17  cri

জুলাই ৮: বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনের 'এ'শেয়ার বাজার আরও উন্মুক্ত হবে। সংশ্লিষ্ট খসড়া প্রস্তাব নিয়ে আজ (রোববার) থেকে সকলের মতামত সংগ্রহ শুরু হয়।এদিন চীনের সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (সিএসআরসি)-র ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এই খসড়া প্রস্তাব অনুযায়ী, চীনে বিদেশি পুঁজি বিনিয়োগকারীদের জন্য যারা 'এ'শেয়ার অ্যাকাউন্ট চালু করতে পারেন, তাদের মধ্যে রয়েছেন চীনে কাজ করা বিদেশি কর্মী এবং বিদেশে 'এ' শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিতে শ্রেষ্ঠ বিদেশি কর্মী।

 সিএসআরসি'র ওয়েবসাইটে আরো জানা গেছে, 'এ'শেয়ার অ্যাকাউন্ট ব্যবস্থার চীনে অর্থ বাজারের কাঠামো সুবিধানজনক হওয়া এবং অর্থবাজারের আন্তর্জাতিক মান বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।

সেই সঙ্গে, শুল্ক ব্যবস্থা ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাত থেকে এই খসড়া প্রস্তাবকে বিশেষ সমর্থনও দেবে সংশ্লিষ্ট বিভাগ।(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040