থাইল্যান্ডে জাহাজ ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ৪২ জনে উন্নীত, চীনা উদ্ধারকারীদলের যোগদান
  2018-07-08 18:32:53  cri
জুলাই ৮: থাইল্যান্ডের ফুকে দ্বীপে জাহাজ ডুবির ঘটনায় উদ্ধারকাজে যোগ দিয়েছে চীনের দু'টি উদ্ধারকারীদল। গতকাল (শনিবার) আরো ৮টি মৃতদেহ পাওয়া গেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। বর্তমানে আরো ১৪ জন নিখোঁজ রয়েছে। ফুকে দ্বীপের গভর্নর নরাফাট প্লডথং শনিবার রাতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান।

একইদিন সকালে চীনের যোগাযোগ মন্ত্রণালয় ও চেচিয়াং প্রদেশের দুটি উদ্ধারকারীদল ফুকে দ্বীপে পৌঁছে থাইল্যান্ডের উদ্ধারকারীদলের সঙ্গে কাজ শুরু করে।

থাই নৌবাহিনীর তৃতীয় নৌবহরের ডেপুটি কমান্ডার চারোয়েনফল কুমরাসি জানান, উদ্ধারকাজে ১৩টি জাহাজ, ৫টি হেলিকপ্টার ও অনেক ডুবুরিও অংশ নিয়েছে।

এদিকে, ফুকে সরকার ফুকে আন্তর্জাতিক বিমানবন্দরে স্বেচ্ছাসেবী কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। নিহতদের আত্মীয়স্বজনদের সেবা ও সাহায্য প্রদান করা হচ্ছে। (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040