চীনা ও ভারতীয় যুবকদের উ হান 'বৈঠক' অনুষ্ঠিত
  2018-07-08 17:05:01  cri
জুলাই ৮: এ বছরের এপ্রিল মাসের শেষদিকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে উ হানে অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের চেতনা সুষ্ঠুভাবে কাজে লাগানোর জন্য চীন ও ভারতীয় যুবকদের উ হান 'বৈঠক' গতকাল (শনিবার) উ হান ক্রীড়া কলেজে অনুষ্ঠিত হয়।

দুই শীর্ষনেতার উ হান বৈঠকের চেতনা পর্যালোচনা করে দু'দেশের যুব প্রতিনিধিরা দু'দেশের সম্পর্ক উন্নয়ন এবং দু'পক্ষের ঐতিহ্যবাহী মৈত্রী জোরদারসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

তাছাড়া, উ হান কার্যক্রমসংক্রান্ত ভবনও পরিদর্শন করেন ভারতীয় যুব প্রতিনিধিরা। সাম্প্রতিক বছরগুলোতে উ হান শহর উন্নয়ন এবং ভবিষ্যত্ প্রতিষ্ঠাকাজের নির্দেশনা উপলব্ধি করেন তাঁরা। তাঁরা জানান, চীনের অভিজ্ঞতা শেখার মাধ্যমে ভারতের শহর প্রতিষ্ঠাকাজ আরো ভাল হবে।

উল্লেখ্য, চীনের যুব ফেডারেশনের আমন্ত্রণে ভারতের যুব প্রতিনিধিরা ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত উ হান সফর করেন।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040