মাইক পম্পেও'র উত্তর কোরিয়া সফরে উদ্বিগ্ন পিয়ংইয়ং, 'অগ্রগতি' অর্জিত বলে দাবি যুক্তরাষ্ট্রের
  2018-07-08 16:23:11  cri
জুলাই ৮: উত্তর কোরিয়া সফরকালে কোরীয় উপদ্বীপের অস্ত্রমুক্তকরণ ও যুদ্ধবিরতি ঘোষণাসহ বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অবস্থান প্রকাশ করেছেন, তাতে দুঃখ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। বৈঠকের ফলাফলে ভীষণ উদ্বিগ্ন পিয়ংইয়ং। তবে যুক্তরাষ্ট্র জানায়, প্রায় সকল মূল বিষয়ে দু'পক্ষের 'অগ্রগতি' অর্জিত হয়েছে। গতকাল (শনিবার) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানান।

মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বহু বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে উদ্যোগ গ্রহণের পরিকল্পনা নিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে রয়েছে দু'দেশের সম্পর্ক উন্নয়ন করা, এ বছর যুদ্ধবিরতি ঘোষণা প্রকাশ করা, আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্রসংক্রান্ত পরীক্ষাগার ধ্বংস করা এবং যত তাড়াতাড়ি সম্ভব উত্তর কোরিয়ায় মার্কিন সৈন্যদের লাশ খননসংক্রান্ত আলোচনা প্রভৃতি। তবে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু অস্ত্রমুক্তকরণের দাবি উত্থাপন করে। কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণ ব্যবস্থা গড়ে তোলা ইস্যু নিয়ে কোনো কথাই বলে নি যুক্তরাষ্ট্র।

মুখপাত্র আরো জানান, যুদ্ধবিরতি ঘোষণা প্রকাশ করাই হচ্ছে কোরীয় উপদ্বীপের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমন এবং স্থায়ী শান্তিপূর্ণ ব্যবস্থা গড়ে তোলার প্রথম পদক্ষেপ। এটি পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে আস্থা গড়ে তোলার প্রধান বিষয় বলেও জানান তিনি। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040