সপ্তম চীন-মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর বৈঠক বুলগেরিয়ায় অনুষ্ঠিত
  2018-07-08 15:45:57  cri
জুলাই ৮: সপ্তম চীন-মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর বৈঠক গতকাল (শনিবার) সকালে বুলগেরিয়ার সোফিয়া সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। মধ্য ও পূর্ব ইউরোপের ১৬টি দেশের শীর্ষনেতারা এতে উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, গ্রিস, বেলারুশ ও ইউরোপের পুনরুজ্জীবন ও উন্নয়ন ব্যাংক (ইবিআরডি) পর্যবেক্ষক হিসেবে এতে অংশ নেয়।

লি খ্য ছিয়াং বলেন, চীন-মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ হয়েছে এবং বহুপাক্ষিক উন্মুক্তকরণের নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে। এতে দু'পক্ষের পারস্পরিক আস্থার ভিত্তি জোরদার করা হয়েছে; পারস্পরিক কল্যাণ বাস্তবায়িত হয়েছে এবং চীন ও ইউরোপের সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নেওয়া হয়েছে।

'১৬+১ সহযোগিতা' ভবিষ্যত্ উন্নয়ন সম্পর্কে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

এক, অর্থনৈতিক বিশ্বায়ন ও অবাধ বাণিজ্য সম্মিলিতভাবে রক্ষা করা।

দুই, পার্ক এলাকার প্রতিষ্ঠাকাজ ও নবত্যাপ্রবর্তন সহযোগিতাসংক্রান্ত সুপ্ত শক্তি জোরদার করা।

তিন, আর্থিক সহযোগিতাকে এগিয়ে নেওয়া।

চার, আঞ্চলিক সহযোগিতার মান বাড়ানো।

পাঁচ, মানবিক যোগাযোগ বন্ধন জোরদার করা।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040