বাণিজ্য লড়াইয়ে যুক্তরাষ্ট্রের আচরণে সকল দেশের বিরোধিতা, 'আমেরিকা ফার্স্ট' নীতি সফল হবে না
  2018-07-07 18:22:16  cri
জুলাই ৭: গতকাল (শুক্রবার) ৩৪০০ কোটি মার্কিন ডলার চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত অর্থনৈতিক ইতিহাসে সর্বোচ্চ বাণিজ্য লড়াই এটি । সকল দেশ এতে বিরোধিতা প্রকাশ করেছে। অনেক দেশের শিক্ষাবিদ, কর্মকর্তা ও সংবাদমাধ্যম পৃথক পৃথকভাবে বিবৃতির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের নিন্দা জানিয়েছে। তাদের মন্তব্য, 'আমেরিকা ফার্স্ট' নীতি সফল হবে না।

স্পেনের চীনানীতি পর্যবেক্ষণ বিভাগের মহাপরিচালক শুলিও রিয়োস এদিন চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য লড়াইয়ের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে নিজ দেশের স্বার্থ সর্বোচ্চ দেখানো এবং নিজের আধিপত্যবাদ রক্ষা করা। এটি আন্তর্জাতিক অর্থনীতি ও আর্থ-বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি এই বাণিজ্য লড়াইকে ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট বলে আখ্যায়িত করেন।

বেলজিয়ামের প্রতিনিধি পরিষদের স্পিকার সিগফ্রিড ব্র্যাকে এদিন চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, বাণিজ্য লড়াই চালানোর উদ্দেশ্য হচ্ছে ট্রাম্প প্রশাসনের নিজের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ করা। তবে একটি অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে অন্যদের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপ করা অবাধ বাণিজ্যের নিয়মের লঙ্ঘন।

ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস জানায়, ব্রিটেনের কেন্দ্রীয় ব্যংকের প্রধান ইতোমধ্যেই হুশিয়ার করে বলেছেন, বাণিজ্য লড়াই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর বাধা সৃষ্টি করবে। এতে যুক্তরাষ্ট্রের পাওয়া ক্ষতিগুলো চীনের তুলনায় বেশি হবে বলেও জানান তিনি।

এছাড়া, নিউ জুরিখ ডেইলি ও ব্লুমবার্গসহ বিভিন্ন সংবাদমাধ্যম এই ব্যাপারে ট্রাম্প প্রশাসনের তীব্র নিন্দা জানিয়েছে।

(ওয়াং হাই্মান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040