থাইল্যান্ডে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে সব ধরনের প্রচেষ্টার দাবি চীনা প্রেসিডেন্ট সি'র
  2018-07-07 18:12:42  cri
জুলাই ৭: স্থানীয় সময় ৫ জুলাই বিকেলে থাইল্যান্ডের দুটি জাহাজ ফুকে দ্বীপের পাশের সাগরে ডুবে যায়। এতে জাহাজ দুটির ১২৭জন চীনা পর্যটকের মধ্যে ১৬ জন নিহত ও ৩৩ জন নিখোঁজ হয়, আর উদ্ধার করা হয় ৭৮ জনকে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং থাইল্যান্ড সরকার ও সংশ্লিষ্ট বিভাগকে সব ধরনের চেষ্টা করে উদ্ধার কাজ এবং আহতদের চিকিত্সার দাবি জানান। তিনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় দূতাবাস, পর্যটন বিভাগ, সংস্কৃতি বিভাগকে সাহায্যের নির্দেশ দেন।

সি চিন পিং বলেন, বর্তমানে চীনে গ্রীষ্মকালীন ছুটি চলছে, অনেক লোক বাইরে ভ্রমণে যাচ্ছেন। এসময় কোনো জায়গায় ঝড় বা বন্যা সৃষ্টির সম্ভাবনা থাকলে সংশ্লিষ্ট বিভাগের উচিত সময়মত পূর্বসতর্কতা প্রকাশ করা, নিরাপত্তার ঝুঁকি দূর করা, নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করা, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করা।

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংও সব নিখোঁজ পর্যটককে উদ্ধার ও আহতদের চিকিত্সার নির্দেশ দেন। তিনি বলেন, বিদেশে চীনা নাগরিক রক্ষা কার্যক্রমের মাধ্যমে চীনাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবেন।

প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের দাবিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় দূতাবাসের সাহায্যে উদ্ধার কাজ সার্বিকভাবে চলছে। (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040