থাইল্যান্ডে জাহাজ ডুবির ঘটনায় নিহত ৩৮, উদ্ধারে সব ধরনের চেষ্টার নির্দেশ প্রধানমন্ত্রীর
  2018-07-07 18:11:59  cri
জুলাই ৭: থাইল্যান্ডের উদ্ধারকর্মীদের তথ্য অনুসারে, আজ (শনিবার) দুপুর পর্যন্ত ফুকে দ্বীপে জাহাজ ডুবির ঘটনায় ৩৮ জন নিহত হয়েছে। দেশের প্রধানমন্ত্রী প্রায়ুট চান-ও-চা সংশ্লিষ্ট বিভাগকে সব ধরনের চেষ্টা করে উদ্ধার কাজ এবং দ্বীপে উদ্ধার পরিচালনা-কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন।

প্রায়ুট ফুকের গভর্নরকে উদ্ধার কাজের কমান্ডার নিয়োগ করেন এবং উদ্ধার কাজের সমস্ত দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, উদ্ধার পরিচালনা-কেন্দ্র নিয়মিতভাবে সাংবাদিক সম্মেলন আয়োজন করে কাজের অবস্থা সবাইকে জানাবে। সেই সঙ্গে নিহতদের রক্ষা করার জন্য গণমাধ্যমকে ছবি প্রকাশ করতে নিষেধ করেন তিনি।

উল্লেখ্য, স্থানীয় সময় ৫ জুলাই বিকেলে দু'টি জাহাজ থাইল্যান্ডের ফুকে ও মেথং দ্বীপে ডুবে যায়। জাহাজ দু'টির ১৩৩ জন যাত্রীর মধ্যে ১২৭ জন চীনা পর্যটক। (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040