বাণিজ্য লড়াই হলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংরক্ষণবাদ বাস্তবায়িত হবে না: চীনা শিক্ষাবিদরা
  2018-07-07 15:38:33  cri
জুলাই ৭: গতকাল (শুক্রবার) থেকে ৩৪০০ কোটি মার্কিন ডলার চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত অর্থনৈতিক ইতিহাসে সর্বোচ্চ বাণিজ্য লড়াই এটি । চীনা শিক্ষাবিদরা মনে করেন, যুক্তরাষ্ট্রের এই আচরণ পুরোপুরি বাণিজ্যের আধিপত্যবাদ। অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন রক্ষায় চীন আস্থাবান।

এই ৩৪০০ কোটি মার্কিন ডলার চীনা পণ্যের মধ্যে ২০০০ কোটিরও বেশি প্রায় ৫৯ শতাংশ পণ্য হচ্ছে চীনে বিদেশি পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের তৈরি। এর মধ্যে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ব্যাপক। সুতরাং, চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক যোগাযোগ কেন্দ্রের প্রধান গবেষক চাং ইয়ান শেং মনে করেন, বাণিজ্য লড়াইয়ের মাধ্যমে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানকে দেশে ফিরে যেতে বাধ্য করার অপচেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। এটি পুরোপুরি বিশ্বায়নের পিছনের দিকে চলে যাওয়া, এতে যুক্তরাষ্ট্র সফল হবে না বলে জানান তিনি।

চীনের শুল্ক সাধারণ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গেল বছর চীনা পণ্যের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ২৭.৭৯ ট্রিলিয়ন ইউয়ান, যা ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। চীনের সামষ্টিক অর্থনৈতিক গবেষণালয়ের উপ-প্রধান পি চি ইয়াও মনে করেন, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপ স্বল্পকালের জন্য চীনের রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলবে না। তিনি মনে করেন, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর বিগত ৪০ বছরে ইতোমধ্যেই বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক গোষ্ঠিতে পরিণত হয়েছে চীন। যুক্তরাষ্ট্রের বাণিজ্যের আধিপত্যবাদের বিরুদ্ধে চীন বিজয়ী হতে সক্ষম ও আস্থাবান। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040