'আমি মাতৃভূমির নীল আকাশ ভালোবাসি'
  2018-07-06 19:14:57  cri



বন্ধুরা, গতকাল আমি আপনাদেরকে চীনের বিখ্যাত নারী কন্ঠশিল্পী হান হংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। আজকের অনুষ্ঠানে আমি তাঁর কন্ঠে আরো কয়েকটি গান শোনাবো। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'অলিভ গাছ' শীর্ষক গান। গানটি ১৯৭৯ সালে রিলিজ হয়। চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ছি ইউ প্রথমে গানটি গেয়েছিলেন। গানটি এখনও জনপ্রিয়। হা হং তাঁর কনসার্টে গানটি গেয়েছেন।

বন্ধুরা, শুনছিলেন হান হংয়ের কন্ঠে 'অলিভ গাছ' গানটি। এখন আমি আপনাদেরকে 'আমি মাতৃভূমির নীল আকাশ' শিরোনামের গান শোনাবো। এটি একটি পুরাতন গান। গানটি গত শতাব্দীর ষাটের দশকে রিলিজ হয়। গানটি চীনের বিখ্যাত নাট্যকার ও লেখক ইয়ান সু' লেখা। গানটিতে তখনকার চীনা পাইলটদের জীবন প্রতিফলিত হয়। গানে বলা হয়েছে: চীনা পাইলটরা মাতৃভূমির নীল আকাশ ভালবাসেন/তাঁরা চীনের প্রতিরক্ষায় অবদান রাখেন/তাঁরা চীনের আকাশসীমা সুরক্ষা করেন, সার্বভৌমত্ব রক্ষা করেন।

যদিও গানটি কয়েক দশক আগের, তবুও এর আবেদন ফুরিয়ে যায়নি। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন হান হংয়ের কন্ঠে 'আমি মাতৃভূমির নীল আকাশ ভালবাসি' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'এক নদীর পানি' নামের গান শোনাবো। গানটির সুর ১৯৫৯ সালে প্রকাশিত সোভিয়েত ইউনিয়নের একটি চলচ্চিত্রের থিম সংয়ের। চীনের বিখ্যাত লেখক ওয়াং লুও বিন একই বছরে চীনা ভাষায় গানটির কথা লেখেন। কিন্তু চীনা ভাষার গান গত শতাব্দীর আশির দশকে প্রকাশিত হয়। হান হং গানটি খুবই পছন্দ করেন, সেজন্য নিজের অ্যালবামে অন্তর্ভুক্ত করেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন হান হংয়ের কন্ঠে 'আমি মাতৃভূমির নীল আকাশ ভালবাসি' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'স্কাই রোড' নামের গানটি শোনাবো। গানটি ২০০৫ সালে রিলিজ হয়। ২০০১ সালে বেইজিংয়ের সুরকার ইন ছিং ও গানের লেখক ছু ইউয়ান চীনের ছিংহাই-তিব্বত রেলওয়ে নির্মাণের সময় সেখানে গিয়েছিলেন। স্থানীয়ভাবে রেলওয়েটিকে 'স্কাই রোড' নামে পরিচিত। তো, তাঁরা একই নামের গান লেখেন। ২০০৫ সালে হান হং গানটি নিজের অ্যালবামে অন্তর্ভুক্ত করেন।

বন্ধুরা, শুনছিলেন হান হংয়ের কন্ঠে 'স্কাই রোড' গানটি। এখন আমি আপদেরকে একটি সুন্দর ভালোবাসার গান শুনাবো। গানের শিরোনাম 'ভালোবাসার পাখি'। গেয়েছেন সুদর্শন চীনা গায়ক লিন ই লুন। তিনি ১৯৭০ সালের ৪ঠা এপ্রিল জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ-গানটি হল তার প্রথম অ্যালবামের একটি গান। গানের কথাগুলো এমন: 'গাছে একটি পাখি/পাখিটির কণ্ঠ শুনলে আমার হৃত্স্পন্দন বেড়ে যায়/আমি পাখিটি দেখতে পারি না, কিন্তু তার কণ্ঠ শুনতে পারি/সে আমার কাছে উল্লাস প্রকাশ করছে/ কিন্তু এখন কেন সে অনেক শান্ত? কেন তার কণ্ঠ আমি শুনতে পাই না?/ কারণ, আমার প্রেমিকা চলে গেছে/তবে যে মানুষ আমাকে ভালবাসে সে এখনও আসেনি/ এ-ভালোবাসার পাখি চলে গেছে, কিন্তু আমার ভালোবাসার পাখি আসেনি'। তাহলে আমরা একসঙ্গে গানটি শুনবো, কেমন?

বন্ধুরা, শুনছিলেন হান হংয়ের কন্ঠে 'ভালোবাসা পাখি' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে 'এসো' শীর্ষক গান শোনাবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040