চীনা পণ্যে মার্কিন শুল্ক কার্যকর, পাল্টা শুল্ক কার্যকর করেছে চীন
  2018-07-06 18:45:26  cri
জুলাই ৬: আজ (শুক্রবার) চীন থেকে রপ্তানিকৃত ৩৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে চীন একই দিনে সম-মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে বলেন, দেশের কেন্দ্রীয় স্বার্থ ও জনস্বার্থ রক্ষার জন্য বাধ্য হয়ে চীন পাল্টা ব্যবস্থা নিয়েছে। এর মধ্য দিয়ে মানবজাতির অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় আকারের বাণিজ্যযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

অবশ্য এ যুদ্ধে চীনের পক্ষে অনেক দেশ আছে। এর আগে ইইউ, কানাডা, মেক্সিকো, ভারত ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আধিপত্যবাদ প্রতিরোধের শক্তি আরো বড় হচ্ছে।

প্রকৃতপক্ষে, এই ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের ৫৯ শতাংশই চীনে পুঁজি বিনিয়োগকারী বিদেশি প্রতিষ্ঠানের পণ্য; এর মধ্যে মার্কিন শিল্প প্রতিষ্ঠানের পণ্যও রয়েছে। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ তার নিজের জন্যও ক্ষতিকর। তাই মার্কিন বাণিজ্য আধিপত্যবাদ ব্যর্থ হতে বাধ্য।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040