চীনের ৩৪ বিলিয়ন ডলারের পণ্যে মার্কিন শুল্ক আরোপ প্রসঙ্গে বেইজিংয়ের মন্তব্য
  2018-07-06 18:40:54  cri
জুলাই ৬: যুক্তরাষ্ট্র আজ (শুক্রবার) থেকে চীনের ৩৪ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক আদায় শুরু করেছে। এ সম্পর্কে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করেছে এবং ইতিহাসের বৃহত্তম বাণিজ্যিক যুদ্ধ শুরু করেছে। এটি বাণিজ্যিক অধিপত্যবাদ। যা বিশ্বের শিল্প ও মূল্য শৃঙ্খলার নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে এবং বিশ্ব অর্থনীতির পুনরুজ্জীবনে বাধা দিয়েছে। এটি বিশ্বের অনেক নির্দোষ প্রতিষ্ঠান, ভোক্তা, মার্কিন প্রতিষ্ঠান ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে।

মুখপাত্র আরো বলেন, চীন বাণিজ্যযুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু দেশের কেন্দ্রীয় স্বার্থ ও জনস্বার্থ রক্ষায় পাল্টা ব্যবস্থা নেবে। চীন সময়মতো বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে সংশ্লিষ্ট তথ্য পাঠাবে এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অবাধ বাণিজ্য ও বহুপক্ষীয় ব্যবস্থা রক্ষা করবে। চীন দৃঢ়ভাবে সংস্কার, উন্নয়ন, উন্মুক্তকরণ বাড়ানো, শিল্পপতিদের রক্ষা ও সম্পত্তি অধিকার রক্ষা জোরদার করবে, যাতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান চীনে ব্যবসার সুষ্ঠু পরিবেশ লাভ করে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040