লোকগানের কণ্ঠশিল্পী হুয়াং সিয়াও তাও
  2018-07-17 16:55:50  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আসরে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময়টা আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে আমি আমার মনের কথা প্রকাশ করতে পারি। চীন ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক। তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে আমি নিজেকে আপনাদের মাঝেই আবিষ্কার করি। আমার জন্য এটি খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে ঘুরে আসুন করুন সংগীতের দুনিয়ায়।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের লোকগানের কণ্ঠশিল্পী হুয়াং সিয়াও তাও-এর গাওয়া কয়েকটি মনোমুগ্ধকর গান শোনাবো।

প্রথমে শুনুন হুয়াং সিয়াও তাও-এর গাওয়া 'ছয়টি উদাহরণ' নামে একটি গান। (১)

বন্ধুরা, এখন শুনুন কণ্ঠশিল্পী হুয়াং সিয়াও তাও-এর গাওয়া একটি সুন্দর গান, গানের নাম 'তুমি কী পছন্দ করো, তা আমি জানি না, আমি শুধু জানি তুমি আমাকে পছন্দ করো না'। গানের নাম একটু লম্বা, তাই না? কিন্তু এই নাম থেকে বোঝা যায় গানের প্রকৃত অর্থ। হ্যাঁ, নিজে একজনকে খুব ভালোবাসলেও তার মন জয় করতে না পারা খুব দুঃখের ব্যাপার। আমরা এই গান থেকে কণ্ঠশিল্পী হুয়াং সিওয়া তাও-এর মনের কথা শুনতে পাই। (২)

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা শুনবো হুয়াং সিয়াও তাও-এর গাওয়া আরেকটি সুন্দর গান, গানের নাম 'ভালো মেয়েকে মর্মাহত করবে না'। আমরা সবসময় বলি, এই বিশ্বে সবচেয়ে মূল্যবান জিনিস হল ভালোবাসা। হ্যাঁ, যদি কেউ আপনাকে খুব ভালোবাসে, তা আসলে খুব সৌভাগ্যের বিষয়, তাই না? আশা করি শ্রোতারা সবাই নিজের প্রিয় মানুষের ভালোবাসা পাবেন। আচ্ছা, শুনুন গানটি। (৩)

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন হুয়াং সিয়াও তাও-এর গাওয়া আরেকটি মিষ্টি গান, গানের নাম 'যে রাতে আমি শুধু তোমাকে চাই'। 'রাত' খুব মজার একটি শব্দ। রাতে মানুষ দিনের চেয়ে বেশি দুর্বল হয়। আবার রাতেই যেন খুব সহজেই মানুষের মনের দরজা খুলে যায়। রাতে প্রিয় মানুষের প্রতি নিজের ভালোবাসা আরো তীব্র হয়। আচ্ছা, এখন শুনুন হুয়াং সিয়াও তাও-এর গাওয়া 'যে রাতে আমি শুধু তোমাকে চাই' গানটি। (৪)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হুয়াং সিয়াও তাও-এর গাওয়া আরেকটি গান, গানের নাম 'জটিল গ্রীষ্মকাল'। গ্রীষ্মকাল অনেক কিছুর প্রতীক। গ্রীষ্মকাল স্নাতক পাসের সময়। এর আরেকটি অর্থ হল গ্রীষ্মকাল বিদায়ের সময়। হয়ত এই সময়ে অনেকের প্রেম ভেঙে যায়। কিন্তু অন্য দিকে গ্রীষ্মকালও নতুন সূচনারও সময়, তাই না? আচ্ছা, এখন শুনুন হুয়াং সিয়াও তাও-এর গাওয়া 'জটিল গ্রীষ্মকাল' নামের গানটি।

(৫)

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন 'জটিল গ্রীষ্মকাল' নামের গান। এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম 'তারা'। গানের কণ্ঠশিল্পীও হুয়াং সিয়াও তাও। আকাশের তারা, তুমি সবসময় আমাকে দিক নির্দেশনা দাও। আকাশের তারা, তুমি বলতে পারো, যে বন্ধু আগে আমার সাথে ছিল, সে এখন কোথায়?

আচ্ছা, এখন শুনুন 'তারা' নামের গানটি। (৬)

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন হুয়াং সিয়াও তাও-এর গাওয়া আরেকটি গান, গানের নাম 'আতশবাজি'। প্রিয় মানুষের সঙ্গে আতশবাজি দেখা খুব রোম্যান্টিক ব্যাপার, তাই না? আসলে আরো সুখের ব্যাপার হলো, যখন আপনি কারও ভালোবাসা বা সঙ্গী হতে চান, তখন সেই লোক ঠিক আপনার কাছে।

আচ্ছা, এখন শুনুন 'আতশবাজি' নামে গানটি। (৭)

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে প্রধানত লোকগান কণ্ঠশিল্পী হুয়াং সিয়াও তাও-এর গাওয়া কয়েকটি গান শুনিয়েছি, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আরেকটি গান, গানের নাম 'নীল রং'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040