ইইউ কমিশনের চেয়ারম্যান ও চীনা প্রধানমন্ত্রীর ফোনালাপ
  2018-07-05 10:52:32  cri
জুলাই ৫: গতকাল (বুধবার) বিকেলে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লদ ইয়ুঙ্কার সঙ্গে ফোনে কথা বলেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

ফোনালাপে প্রধানমন্ত্রী লি বলেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে; একতরফাবাদ ও সংরক্ষণবাদের চর্চা বাড়ছে। বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে চীন ও ইইউ'র উচিত যৌথভাবে এ-চ্যালেঞ্জ মোকাবিলা করতে চেষ্টা করা।

তিনি বলেন, সম্প্রতি চীন-ইইউ নতুন দফা সম্মেলনে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে দু'পক্ষের মতবিনিময় হয়েছে। চীন–ইইউ পুঁজি বিনিয়োগ চুক্তির আলোচনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন খাতে বাস্তব সাফল্য অর্জনের প্রচেষ্টাও চালাচ্ছে দু'পক্ষ।

লি খ্য ছিয়াং আরও বলেন, ইউরোপের একীকরণ প্রক্রিয়াকে চীন সমর্থন করে এবং ঐক্যবদ্ধ, স্থিতিশীল ও উন্নত ইইউ দেখতে আগ্রহী বেইজিং। '১৬ প্লাস ১' সহযোগিতাকে চীন-ইইউ সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও দেখে তার দেশ। চীন আশা করে, ইউরোপের শিল্পপ্রতিষ্ঠানগুলো '১৬ প্লাস ১' সহযোগিতার সুযোগ গ্রহণ করবে।

জবাবে ইয়ুঙ্কা বলেন, ইইউ বহুপক্ষবাদের সমর্থক। ইইউ-চীন সম্মেলনে অবাধ বাণিজ্য ও বহুপক্ষবাদের পক্ষে দু'পক্ষ মতৈক্যে পৌঁছেছে এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার প্রশ্নেও একমত হয়েছে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040