'ব্রিক্স আন্তর্জাতিক প্রশাসন সেমিনার, ২০১৮' দক্ষিণ আফ্রিকায় শুরু
  2018-07-05 10:41:49  cri

জুলাই ৫: স্থানীয় সময় গতকাল (বুধবার) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয় 'ব্রিক্স আন্তর্জাতিক প্রশাসন সেমিনার, ২০১৮'। ব্রিক্সভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে তারা নিজ নিজ দেশের প্রশাসন-অভিজ্ঞতা তুলে ধরেন।

 

চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ের উপ-পরিচালক কুও ওয়ে মিন সেমিনারে বলেন, সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে চীনে কমরেড সি চিন পিংকেন্দ্রিক ও জনগণভিত্তিক উন্নয়ন-পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এই উন্নয়ন-পরিকল্পনায় জনগণের সুন্দর জীবনের প্রত্যাশাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এভাবেই ধাপে ধাপে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র সামনে এগিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যেই সিপিসি এ-কাজে সাফল্য অর্জন করেছে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব বিশাল উন্নয়ন ও সংস্কারের যুগ অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি সম্পর্কে সুচিন্তিত ধারণা পেশ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

সেমিনারে দক্ষিণ আফ্রিকার সরকারি একাডেমির মহাপরিচালক অধ্যাপক রিচার্ড লেভিন বলেন, দক্ষিণ আফ্রিকা চীনের দেশ-প্রশাসনের অভিজ্ঞতা থেকে শিখবে। সরকারের দায়িত্ব হচ্ছে শাসন-ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা ও জনগণের চাহিদা পূরণ করা। দক্ষিণ আফ্রিকায় অনেকক্ষেত্রেই এমনটা করা সম্ভব হয়নি। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040