'সৌভাগ্যের দরজা'
  2018-07-04 16:18:56  cri

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শুয়েই ফেইফেই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন।

বন্ধুরা, প্রতি সপ্তাহের এই সময়টি আমার খুব প্রিয়। সারা দিনের ক্লান্তির পর কিছু সুন্দর এবং মধুর গান আপনাদের সবার জন্য প্রস্তুত করেছি। আশা করি এমন সুন্দর মুহূর্তে সংগীতের মাধ্যমে আপনাদের সঙ্গে মনের কথা শেয়ার করতে পারবো। আশা করি এসব গান আপনাদের সারা দিনের ক্লান্তিও দূর করতে পারবে।

বন্ধুরা, প্রথমে শুনুন চীনের একটি সংখ্যালঘু জাতির সংগীত ব্যান্ড হাং গাই-এর একটি গান, গানের নাম 'ভাই'।

(১)

বন্ধুরা, হাং গাই সংগীত ব্যান্ড গঠিত হয় ২০০৪ সালে। দলের সদস্য ৭ জন। আর তাদের মধ্যে অধিকাংশই মঙ্গোলীয় জাতির লোক। ২০০৫ সালে হাং গাই ব্যান্ড অনেক মানুষের হৃদয় জয় করে। তাদের মধ্যে অধিকাংশই চীনে কর্মরত বিদেশি। আচ্ছা, এখন শুনুন হাং গাই-এর আরেকটি গান, গানের নাম 'সিগ্যরি'।

(২)

২০০৫ সালে হাং গাই ব্যান্ডের ভক্ত, এক জার্মানি দম্পতি ব্যান্ডটির জন্য একটি তথ্যচিত্র তৈরি করেন এবং এর মাধ্যমে হাং গাই আরো জনপ্রিয় হয়ে ওঠে। আচ্ছা, তাহলে শুনুন তাদের আরেকটি গান, নাম 'চেঙ্গিস খান'।

(৩)

বন্ধুরা, ২০০৭ সালে হাং গাই ব্যান্ডটি বিদেশি সংগীত কোম্পানির সমর্থন পায় এবং তাদেরকে ইউরোপে প্রথম সংগীত অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়া হয়। তখন পর্যন্ত হাং গাই সংগীত পুরস্কার পায়নি, তবে দেশ বিদেশে ব্যান্ডটি আস্তে আস্তে পরিচিত হয়েছে। আচ্ছা, এখন শুনুন তাদের আরেকটি গান। গানের নাম 'মদ খাওয়া গান'।

(৪)

বন্ধুরা, এখন আপনাদের শোনাবো চীনের আরেক জন কণ্ঠশিল্পীর কয়েকটি গান। এই কণ্ঠশিল্পীর নাম কুও তিং। কুও তিং ১৯৮৫ সালের ১৬ অগাস্ট চীনের হুনান প্রদেশে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালের ১৫ মার্চ তার প্রথম অ্যালবাম 'ডি. কোক' রিলিজ হয়। এখন শুনুন তার গান 'সৌভাগ্যের দরজা'।

(৫)

বন্ধুরা, ২০০৯ সালে কুও তিং-এর দ্বিতীয় অ্যালবাম 'একটু' প্রকাশিত হয়। ২০১৬ সালের মে মাসে 'আমার কাছে কেউ নেই' গান নিয়ে তিনি ২০১৫ সালে চীনের শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার লাভ করেন। আচ্ছা, এখন শুনুন তার গাওয়া আরেকটি গান, গানের নাম 'আমরা দু'জন'।

(৬)

বন্ধুরা, ২০১৭ সালে কুও তিং চীনের শ্রেষ্ঠ দশ অ্যালবাম এবং শ্রেষ্ঠ দশটি গানের পুরস্কার লাভ করেন। ২০১৭ সালের অক্টোবর মাসে, তার প্রথম কনসার্ট আয়োজিত হয়। এখন শুনুন কুও তিং-এর গাওয়া আরেকটি সুন্দর গান; গানের নাম 'একটু'।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো কণ্ঠশিল্পী কুও তিং-এর গাওয়া আরেকটি সুন্দর গান; গানের নাম 'দু'একটা প্রেমের গান'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

(৮)

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040