সুরের ধারায়--তাই ফেই নি
  2018-07-04 16:08:43  cri



আজকের অনুষ্ঠানের মালয়েশিয়ায় একজন চীনা গায়িকা ও প্রযোজক সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার নাম তাই ফেই নি। তিনি তার অসাধারণ সংগীত প্রতিভার জন্য সবার কাছে পরিচিত। সংগীত অ্যালবাম ছাড়া, তিনিও বই প্রকাশ করেন এবং সংগীত ভিডিও শুটিং করেন। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তাই ফেই নির কিছু গান শুনবো।

তাই ফেই নি ১৯৭৮ সালে মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন, তার দাদা দাদি চীনের খ্য জাতির লোক। তিনি একটি শিল্পী পরিবারে বড় হয়েছে। ১০ বছর বয়সে তিনি নাচ শিখতে শুরু করেন। উচ্চ প্রতিভায় চার বছর পর তাই ফেই নি মালয়েশিয়ায় নাচের দলের সঙ্গে বিভিন্ন শহরে পারফরমেন্স করা শুরু করেন।

পরিবারের প্রভাবে নাচের পাশাপাশি তাই ফেই নি সাহিত্য ও সংগীতও অনেক পছন্দ করেন। কোনো প্রশিক্ষণ না নেওয়ার অবস্থায় তিনি নিজের উত্সাহীর সঙ্গে সংগীত রচনা করেন। ১৯৯৯ সালে চীনের তাইওয়ানের এক প্রযোজক তাই ফেই নি'র সংগীত প্রতিভা আবিষ্কার করেন এবং তার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। এভাবে তাই ফেই নি'র পেশাদার সংগীতজীবন শুরু হয়।

১৯৯৯ সালে তাই ফেই নি তাইওয়ানে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একটি গান ছাড়া অ্যালবামের ১৪টি গানের সুর ও কথা তার নিজের। এই অ্যালবাম প্রকাশের পর তা অনেক প্রশংসা পায় এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে অনেক পুরস্কার জয় করেছে। তার গান তখনকার এশীয় সংগীত মহলে নতুন ধারণা এনেছে।  

২০০০ সালে তাই ফেই নি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবাম তৈরির সময়ে তিনি সব গান নিজে রচনা করার বিষয়ে অবিচল থাকেন, আর এ দুই অ্যালবামের মাধ্যমে লোকেরাও তাই ফেই নির সংগীত প্রতিভা দেখতে পান। অ্যালবামের জন্য তিনি সেই বছরের তাইওয়ানের শ্রেষ্ঠ নতুন গায়কের পুরস্কার পান। অ্যালবামের গান 'যে ভালোবাসা তুমি চাও' একটি টিভি সিরিজের থিম গান হিসেবে বেশ জনপ্রিয় হয়। চীনের লোকেরাও তাকে চিনতে পারে।

পাশ্চাত্য সংগীতের প্রভাবে তাই ফেই নি'র গান প্রধানত পপ ও R&B ধরনের গান। তবে তার গানের কথায় প্রাচ্যের সাহিত্যের ছায়া দেখা যায়, আর তার কণ্ঠে ক্লাসিক্যাল বৈশিষ্ট্যও রয়েছে। গানে সেই বিশেষ বৈশিষ্ট্যও দেয়। বিশ্ববিদ্যালয়ের সময়ে তাই ফেই নিও লোকসংগীতের উত্স ও উন্নয়ন নিয়ে গবেষণা করেন। অনেক বছর চর্চার পর বর্তমানে তার গানের নিজস্ব শৈলী তৈরি হয়েছে।

গান রচনার পাশাপাশি, অন্যান্য গায়কের আমন্ত্রণে তাই ফেই নিও অনেক গান রচনা করেছেন। তিনি বিভিন্ন গায়কের বৈশিষ্ট্য অনুসারে গান লিখেন, তাই এমন গান না শুনেও অনেক সুন্দর মনে হয়। বন্ধুরা, এখন মালয়েশিয়ার এক জনপ্রিয় গায়ক ছেন শি আনের জন্য লেখা তাই ফেই নি'র লেখা গান 'তুমি ছাড়া চলবে না' শুনুন।

তাই ফেই নি বলেন, তার লেখা, নাচ, গান-সব তার মনের কথা ও ভাব প্রকাশ করে। তবে একজন গায়িকা হিসেবে শুধু গানের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে তিনি সন্তুষ্ট নন। তাই, তাই ফেই নি সংগীতের মিউজিক ভিডিও করেন, অ্যালবাম কাভারের ছবি তোলেন, কনসার্টের মঞ্চ লাইট ও কাপড়ে নিজেকে সাজান। সম্পূর্ণভাবে একটি গান বা পারফরমেন্স প্রদর্শন করতে তিনি সবসময় চেষ্টা করেন। কোনো লোক তাকে জিজ্ঞেস করেন, কেন এত বিভিন্ন কাজ করেন? তিনি বলেন, তিনি শুধু কাজ করতে চান; তাই তিনি সুন্দরভাবে এসব কাজ করেছেন!

অনেক পুরস্কার ও খ্যাতি পাওয়ার পরও তিনি বিনয় বজায় রেখেছেন এবং নিজেকে একজন সাধারণ মানুষ মনে করেন।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা তাই ফেই নির আরো একটি সুন্দর গান 'Cinderella' শুনবো। আশা করি, সবাই অক্লান্ত চেষ্টার পর সিন্ডারেলার (Cinderella) মতো নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040