সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্যের সঙ্গে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বৈঠক
  2018-07-04 10:42:11  cri
জুলাই ৪: আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাক্‌রি গত সোমবার দেশটির প্রেসিডেন্টভবনে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ইয়াং সিও তুর সঙ্গে বৈঠক করেন।

বৈঠককালে ইয়াং সিও তু মাক্‌রিকে প্রেসিডেন্ট সি'র আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের প্রেসিডেন্টদ্বয়ের মধ্যে তিন বার বৈঠক হয়েছে। এসব বৈঠকে নতুন পরিস্থিতিতে দু'দেশের সার্বিক কৌললগত অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করা নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মতৈক্য প্রতিষ্ঠিত হয়। চীন এসব মতৈক্য বাস্তবায়ন করতে এবং দু'দেশের সার্বিক কৌশলগত সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক।

এসময় প্রেসিডেন্ট মাক্‌রি বলেন, তিনি আর্জেন্টিনা ও চীনের সম্পর্কের ভবিষ্যত নিয়ে আশাবাদী। প্রেসিডেন্ট সি নভেম্বর মাসের শেষ দিকে আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনে অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আর্জেন্টিনায় চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ করার আহ্বানও জানান। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040