'এক হৃদয়ের দূরত্ব'
  2018-07-03 19:38:40  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে মনের কথা ভাগাভাগি করে নিতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব যথেষ্ট, তবে সঙ্গীতের কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে; প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব বিখ্যাত কন্ঠশিল্পী ফান উই ছি'র পরিচয় দেবো এবং তার গাওয়া কয়েকটি সুন্দর গান শোনাবো।

প্রথমেই শুনুন ফান উই ছির গাওয়া 'যদি তুমি' শীর্ষক গানটি। (১)

বন্ধুরা, ১৯৭৬ সালের ১৮ মার্চ ফান উই ছি যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রী এবং টিভি-উপস্থাপিকাও বটে। আচ্ছা, এখন শুনুন তার গাওয়া সুন্দর একটি গান; গানের নাম 'যদি'। (২)

বন্ধুরা, এখন শুনুন ফান উই ছি'র গাওয়া একটি খুব সুন্দর গান; গানের নাম 'সাহসী হতে চাই না'। ১৯৯৯ সালে ফান উই ছি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতজীবন শুরু করেন। ২০০০ সালে তার প্রথম অ্যালবাম 'ফান ফানের দুনিয়া' রিলিজ হয়। ২০০১ সালে এই অ্যালবামের কারণে তিনি তাইওয়ানের শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার লাভ করেন। আচ্ছা, এখন আমরা শুনবো তার গান 'তুমি থাকলে খুব ভালো '। (৩)

বন্ধুরা, এখন যে-গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'একজন গ্রীষ্মকালের মতো, একজন শরত্কালের মতো'। ২০০২ সালে ফান উই ছি প্রথম 'ভালোবাসার গল্প' টিভিনাটকে অভিনয় করেন। ২০০৩ সালে তিনি তৃতীয় অ্যালবাম 'সত্য এবং ভালোবাসা' প্রকাশ করেন। আচ্ছা, এখন আমরা শুনবো ফান উই ছি'র গাওয়া ''তিন জন' গানটি। (৪)

বন্ধুরা, ২০০৬ সালে ফান উই ছি'র ষষ্ঠ অ্যালবাম 'আমার স্মৃতি দিবস' প্রকাশিত হয়। আর একই বছরে তিনি চ্যানেল ভি-র একজন উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন। আর তার এই টিভি অনুষ্ঠানের মাধ্যমে অনেক তরুণ-তরুণী নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ পান। আচ্ছা, এখন শুনুন ফান উই ছি'র গাওয়া 'কাঁদবে না'। (৫)

বন্ধুরা, ২০০৯ সালে ফান উই ছি'র গান 'তুমি এখন কি ভালো আছো?' রিলিজ হয়। আর এই গানের মাধ্যমে ফান উই ছি সেই বছরের শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার লাভ করেন। ২০১১ সালে তাঁর দশম অ্যালবাম 'love & fanfan' বাজারে আসে। একই বছরে তিনি বিশ্বব্যাপী কনসার্ট করেন। আচ্ছা, এখন শুনুন ফান উই ছি'র গাওয়া 'যে কথা প্রিয় মানুষকে বলা যায় না' নামের গানটি। (৬)

বন্ধুরা, এখন শুনুন ফান উই ছি'র গাওয়া আরেকটি খুব মধুর গান; গানের নাম 'কারণ'। ফান উই ছি'র ব্যক্তিগত জীবন সুখের। ২০১১ সালে তিনি তাইওয়ানের একজন শিল্পীকে বিয়ে করেন। ২০১৫ সালে তাঁর যমজ ছেলে হয়। আচ্ছা, এখন আমরা একসাথে শুনবো ফান উই ছি'র গান 'একাকী'। (৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি খুব মিষ্টি গান। গানের নাম 'ঠিক না ভুল'। আশা করি আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040