বাংলাদেশে ৫০টি মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বুধবার
  2018-07-03 19:18:10  cri
মন্ত্রীপরিষদ বিভাগের সঙ্গে ৫০টি মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন-এপিএ চুক্তি সম্পাদিত হবে বুধবার।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়-সংস্কার বিষয়ক সচিব এমএন জিয়াউল আলম মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। গত বছর এপিএতে ভালো করায় তিন মন্ত্রণালয় ও বিভাগ পুরস্কার পাচ্ছে। এগুলো হলো পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। এ সব মন্ত্রণালয় ও বিভাগ যথাক্রমে ৯৯, ৯৮ ও ৯৭ শতাংশ বার্ষিক কার্য সম্পাদন করেছে। ৪৭টি মন্ত্রণালয় ৮০ শতাংশ পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নে করতে পেরেছে বলেও জানান সচিব।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040