তোমাকে দেখার আগে কখনো বিয়ের কথা ভাবিনি
  2018-07-03 15:45:40  cri

বেইজিং তাসিং জেলার ফ্যাশন অবসর ক্রীড়া উত্সব ২০১৮ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বেইজিং মিউনিসিপাল স্পোর্টস ব্যুরো এবং বেইজিং স্পোর্টস ফেডারেশন হলো এ অনুষ্ঠানের উদ্যোক্তা ইউনিট।

বেইজিং তাসিং জেলার উপ-প্রধান ফাং চিয়েন উত্সবে দেওয়া ও ভাষণে বলেন, ২০১৩ সালে ফ্যাশন অবসর ক্রীড়া উত্সব প্রথমবার অনুষ্ঠিত হয়। 'প্রতি সপ্তাহে এখানে অনুষ্ঠান হয়, প্রতি মাসে প্রতিযোগিতা হয়, প্রতি তিন মাসে বড় বড় প্রতিযোগিতা হয় এবং প্রতিটি উত্সব গুরুত্বপূর্ণ।' এটাই তাসিং জেলা সরকারের আশা।

চলতি বছর অনুষ্ঠানে ৫০ হাজারেও বেশি মানুষ অংশ নিয়েছে।

জানা গেছে, তাসিং জেলার ষষ্ঠ নৃত্য প্রতিযোগিতাও একই দিন শুরু হয়েছে। এটিও একটি বার্ষিক সাংস্কৃতিক ইভেন্ট, প্রতি বছর ৩০টিরও বেশি প্রতিনিধিদল এতে অংশ নেয়।

২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য 'গাদ্দি বেইঠাক'-এর পুনর্নিমাণকাজ সম্প্রতি শেষ হয়েছে। জুন মাসের শেষে পুনর্নির্মাণকাজ শেষ হওয়া উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

অনুষ্ঠানে নেপালি প্রধানমন্ত্রী বলেন, ভয়াবহ ভূমিকম্পের পর বিভিন্ন দেশ নেপালকে সহায়তা দিয়েছে। নেপাল তাদের ধন্যবাদ জানায়। বর্তমানে দেশে রাজনৈতিক সংঘাত নেই এবং দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে চলছে বলেও তিনি দাবি করেন।

উল্লেখ্য, 'গাদ্দি বেইঠাক' নেপালের রাজধানী কাঠমান্ডুর দরবার স্কোয়ার-এ অবস্থিত। প্রাসাদটির বাইরের রঙ সাদা। প্রাচীনকালে নেপালি রাজার অভিষেক অনুষ্ঠান এই প্রাসাদে অনুষ্ঠিত হত।

চতুর্থ চীন-আফ্রিকা মিডিয়া সহযোগিতা ফোরাম জুন মাসের শেষে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীন ও আফ্রিকার সরকারের সংশ্লিষ্ট বিভাগ, মিডিয়া সংস্থার মোট ৪'শ জনেরও বেশি প্রতিনিধি দু'পক্ষের মিডিয়া নীতি, মিডিয়ার কথা বলার অধিকার এবং ডিজিটাল মিডিয়া ও কন্টেন্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টসহ বিভিন্ন ইস্যু নিয়ে গভীর আলোচনা করেছে।

জানা গেছে, এ ফোরামটি চলতি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন ২০১৮-এর একটি প্রস্তুতি ফোরাম। এর প্রধান লক্ষ্য হলো, ২০১৫ সালে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের জোহানেসবার্গের সামিটের ফলাফল বাস্তবায়ন করা এবং দু'পক্ষের মিডিয়া ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বাড়ানো। ফোরামকালে 'চীন-আফ্রিকা আরও গভীরভাবে মিডিয়া সহযোগিতা উন্নয়নের ঘোষণা' গৃহীত হয় এবং দু'পক্ষের মধ্যে ধারাবাহিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এবারে 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের নতুন পর্ব পরিবেশন করব। আজ থেকে চীনের প্রাচীন বা আধুনিক ছোট গল্প, রূপকথা, পৌরাণিক কাহিনীসহ বিভিন্ন সাহিত্যিক কর্ম আপনাদের শোনাবো। আশা করি বন্ধুদের ভাল লাগবে।

আজ একটি ছোট চীনা গল্প শোনাবো। এটি সাদা খরগোশ ও ভালুকের ভালোবাসার গল্প। গল্পের নাম, 'তোমাকে দেখার আগে কখনো বিয়ের কথা ভাবিনি'।

ভালুকের একটি মিষ্টি কুকি'র দোকান আছে। বলা হয়, প্রতিটি পশু যারা মিষ্টি কুকি খায়, তারা কুকি খাওয়ার পর ভালবাসায় পড়ে যায়।

গত কয়েক দিন ধরে সাদা খরগোশের মন খুবই খারাপ। সে ভাবছে, অন্য সব খরগোশের জীবনে ভালোবাসা আছে, কিন্তু তার জীবনে ভালোবাসা নেই!

তাই কুকির কথা শোনার পর ভালুকের দোকানে যাওয়ার সিদ্ধান্ত নেয় খরগোশ।

"আমি একটি সুন্দর, মিষ্টি ভালবাসা চাই।" খরগোশ এ কথা বলে।

ভালুক হাসতে হাসতে বলে, "মিষ্টি ভালবাসা? আচ্ছা, স্ট্রবেরি, আপেল, বা কলার মতো মিষ্টি?"

খরগোশ বলে, "এত সুযোগ রয়েছে? তাহলে তো বাছাই করা খুব কঠিন।"

ভালুক বলে, "তোমার মন কী খেতে চায়? সেটি বোঝার চেষ্টা করো, তাহলে সহজে বাছাই করতে পারবে। কিন্তু তোমার সমস্যা হলো, তোমার মনে কোন উত্তর নেই। কখনো কখনো আমরা কিছুই ভাবি না, কিন্তু খুবই সহজেই ভালবাসায় জড়িয়ে পড়ি। এ ধরনের ভালবাসা প্রথমেই সুন্দর, মিষ্টি অনুভব হয়, কিন্তু ধীরে ধীরে আমরা জানতে পারি যে তা আমাদের জন্য উপযুক্ত নয়। তারপর আমরা বিভিন্ন খারাপ কারণ খুঁজে বের করি এবং সে ভালোবাসা থেকে মুক্তি পেতে চাই। কোনো কোনো পশু অন্য পশুকে বিয়ে করে, কোনো কোনো ভালবাসায় নিরাশ হওয়ার পর কখনোই আর প্রেম পড়েনা।

আসলে তোমার মনে বিভিন্ন প্রশ্নের স্পষ্ট একটি উত্তর রয়েছে। যদি কি স্বাদের মিষ্টি কুকিজ খেতে চাও, তা না-জানো, তাহলে মিষ্টি কুকির দোকানে প্রবেশ করার দরকার নেই।"

সাদা খরগোশ বলে, "আমি ভালোবাসা বিশ্বাস করি, কিন্তু আমি বিশ্বাস না করি যে ভালোবাসা আমার কাছে আসবে।"

ভালুক আবার হেসে বলে, "মিষ্টি দোকানের সামনে অপেক্ষার লাইনে, কফি দোকান যাওয়ার পথে, নতুন কোম্পানিতে প্রবেশ করার সে মুহূর্তে, উত্তর তোমার সামনে এসে দাঁড়ায়। ভালোবাসার চিহ্ন হাজির হয়। তুমি জানো যে, অবশ্যই একটি পশু তোমার মত একই সংগীত ব্যান্ড পছন্দ করে, একই চলচ্চিত্র দেখতে ভালবাসে, একই ধরনের বই পড়তে পছন্দ করে। এমনকি গভীর রাতে একই ফুটবল দলের জন্য উল্লাস করে। তোমাদের দুই জনের মধ্যে সেই ব্যবধান শুধু একটি হ্যালো বলার মাধ্যমে অদৃশ্য হয়ে যাবে।"

সাদা খরগোশ জিজ্ঞাসা করে, "কিন্তু সে যদি আমাকে ভালো না বাসে! তখন আমি কী করবো?"

ভালুক বলে, "যদি শুধু তার ভালোবাসা লাভ করতে চাও, তাহলে তার মনের প্রেমিকে পরিণত হতে হবে। তাতে তুমি খুশী হবে? আমার পা দেখো, তোমার পা দেখো, একই সাইজ নয়, তাই না? একটি সুন্দর ও বিশেষ ভালোবাসার জন্য উভয়ের অনেক কিছু পরিবর্তন সম্ভব নয়। কিন্তু আমরা দু'জন এক সাথে সুন্দর একটি ভবিষ্যত রচনা করতে পারি। স্ট্রবেরি ও স্ট্রবেরি একসঙ্গে খুবই সাধারণ। তাদের সবকিছু একই রকম। কিন্তু স্ট্রবেরি এবং মিষ্টি কুকি একসঙ্গে অসাধারণ! তার স্বাদও আশ্চর্যজনক ও মজার!"

"তাহলে," খরগোশ জিজ্ঞাসা করে, "আমার নিজের মিষ্টি কুকি অবশ্যই খুঁজে পাবো?"

ভালুক বলে, "প্রথমে স্ট্রবেরি ও মিষ্টি কুকি ভালবাসায় পড়ে, কিন্তু তার মানে তখনই তারা পারফেক্ট জুটি নয়! কিন্তু স্ট্রবেরি অবশেষে স্ট্রবেরি জ্যামে পরিণত হয়, মিষ্টি কুকি চুলায় যায়। মিষ্টি কুকির ওপর এক স্তরের জ্যাম বিছিয়ে দেওয়া হয়, দারুণ! এটা আশ্চর্যজনক! এটা হলো প্রেমের জাদু। ভালবাসা তোমার জীবনকে মিষ্টি করে দেবে। তার ভালোবাসা তোমার আত্মার পুষ্টি।"

(জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040