নেপালে ঝড়বৃষ্টিতে শিশুসহ নিহত ৬; সড়ক ও বাড়িঘর বিধ্বস্ত
  2018-07-03 10:35:33  cri
জুলাই ২: গতকাল (সোমবার) নেপালে ব্যাপক ঝড়বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে একটি শিশুসহ ৬ জন নিহত হয়েছে; আহত হয়েছে আরও অনেকে।

দেশটির পশ্চিমাঞ্চলের বানকে অঞ্চলে বন্যায় নিহত হয় ৩ জন। বানকের কাছাকাছি নেপালগঞ্জ অঞ্চলের সড়কও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, রোলপা অঞ্চলে পাহাড়ধসের ঘটনায় একটি শিশুসহ ৩ জন নিহত হয়। এতে কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, প্রতি জুলাই ও অগাস্ট হল নেপালে বর্ষাকাল। এ-সময় দেশটিতে প্রচুর ঝড়বৃষ্টি হয়। ২০১৭ সালের অগাস্ট মাসে নেপালের দক্ষিণাঞ্চলের তেরাইতে ঝড়বৃষ্টিতে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে প্রায় ১৬০ ব্যক্তি প্রাণ হারান ও ৪৩ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040