বাণিজ্য-যুদ্ধের বড় শিকার হবেন মার্কিন ভোক্তারা: রিপোর্ট
  2018-07-03 10:21:17  cri
জুলাই ৩: বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য-যুদ্ধের বড় শিকার হবেন মার্কিন ভোক্তারা। প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্যনীতি গত শতাব্দীর আশির দশকের খারাপ নীতিরই পুনরাবৃত্তি মাত্র। ব্যাংক অব আমেরিকা মেরিল লিঞ্চ-এর এক সর্বশেষ রিপোর্টে এ-দাবি করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, গত শতাব্দীর আশির দশকে অনুসৃত বাণিজ্যনীতির নেতিবাচক প্রভাব এখনও রয়ে গেছে। বাণিজ্যিক বাধা সৃষ্টি করে বাণিজ্য-ঘাটতি কমানো যায় না। আপাতদৃষ্টিতে এতে কিছু ইতিবাচক ফল পাওয়া গেলেও, সার্বিকভাবে মার্কিন অর্থনীতি এ-নীতির ফলে বড় ধরনের ক্ষতির শিকার হবে।

(লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040