ক্রাইমিয়া রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ; এ-নিয়ে কোনো আলোচনা নয়: রুশ মুখপাত্র
  2018-07-03 09:40:34  cri
জুলাই ৩: রুশ প্রেসিডেন্টের তথ্যসচিব দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রাইমিয়া তার দেশের অবিচ্ছেদ্য অংশ। এ-নিয়ে কোনো পক্ষের সঙ্গে আলোচনায় মস্কো ইচ্ছুক নয়। তিনি গতকাল (সোমবার) তথ্যমাধ্যমকে এ-কথা বলেন।

মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধিদলের মস্কো সফর প্রসঙ্গে তিনি বলেন, দু'দেশের মধ্যে যোগাযোগ সুখের বিষয়। তবে, দ্বিপক্ষীয় সম্পর্ক উষ্ণ হয়েছে—এমনটি এখনই বলা যাবে না।

পেসকভ বলেন, দু'দেশের মধ্যে অনেক বিষয় নিয়ে মতভেদ রয়ে গেছে। এসব বিষয়ে আলোচনা হতে পারে। তবে, ক্রাইমিয়া আলোচনার বিষয়বস্তু হবে না।

উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদলটি ৩০ জুন মস্কো পৌঁছায়। দলটি ৫ জুলাই পর্যন্ত রাশিয়া সফর করবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040