যুক্তরাষ্ট্রে ট্রাম্প সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ
  2018-07-01 16:53:29  cri
জুলাই ১: গতকাল (শনিবার) যুক্তরাষ্ট্রে টানা ৭শরও বেশি বিক্ষোভ আয়োজিত হয়। এতে ট্রাম্প সরকারের সাম্প্রতিক অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় মানুষ।

এদিন ওয়াশিংটনের তাপমাত্রা ছিল প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম উপেক্ষা করে প্রায় ৩০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। তারা ট্রাম্প সরকারকে অবৈধ অভিবাসী ও তাদের সন্তানদের পৃথক করার কাজ বন্ধের দাবি জানায়।

এদিন ট্রাম্প গল্ফ মাঠে যাওয়ার পথে অসংখ্য মার্কিন নাগরিক বিক্ষোভ-প্রতিবাদ করে। তাই ট্রাম্পের গাড়িবহর ভিন্ন পথে চলে যায়।

নিউইয়র্কে কয়েক হাজার মানুষ সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

উল্লেখ্য, এদিন নিউইয়র্ক ও লস এঞ্জেলেস থেকে বিভিন্ন থানায় বিভিন্ন আকারের প্রতিবাদ বিক্ষোভ আয়োজিত হয়। এতে কংগ্রেসের সদস্য ও বিভিন্ন মহলের বিখ্যাত ব্যক্তিরা অংশ নেয়।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040