রোহিঙ্গা সমস্যা সমাধানে চারটি ইস্যুতে চীন-বাংলাদেশ মতৈক্য: চীনা মুখপাত্র
  2018-06-29 19:11:07  cri
জুন ২৯: রোহিঙ্গা সমস্যা সমাধানে চারটি ইস্যুতে একমত হয়েছে চীন ও বাংলাদেশ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মধ্যে বৈঠকে এ-মতৈক্য প্রতিষ্ঠিত হয়।

লু খাং আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীনের অবস্থান বরাবরই এক। চীন মনে করে, সমস্যার সমাধান মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে আলোচনার মাধ্যমে হতে হবে। আন্তর্জাতিক সমাজও এক্ষেত্রে দু'দেশের আগ্রহের ভিত্তিতে গঠনমূলক ভূমিকা পালন করতে পরে। (লিলি/আলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040