পাকিস্তান ও ভারত সফর করবে চীনের সীমান্ত প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিদল
  2018-06-29 18:41:14  cri
জুন ২৯: পাকিস্তান ও ভারত সফরে যাবে চীনের সীমান্ত প্রতিরক্ষা বাহিনীর একটি প্রতিনিধিদল। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়েন গতকাল (বৃহস্পতিবার) এক সাংবাদিক সম্মেলনে এ-তথ্য জানান।

মুখপাত্র জানান, সফরকালে প্রতিনিধিদলটি উক্ত দু'দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও সীমান্তে প্রতিরক্ষা-সহযোগিতাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবে।

মুখপাত্র আরও বলেন, পারস্পরিক কৌশলগত আস্থা বাড়ানো, উভয়ের জন্য কল্যাণকর সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া, মতভেদ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা, ও সীমান্ত এলাকার স্থিতিশীলতা রক্ষায় দু'দেশের বাহিনী যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে বেইজিং আশা করে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040