সংখ্যায় শ্বেতপত্রবিশ্ব--বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার পর বিশ্বে চীন কী কী গুরুত্বপূর্ণ অবদান রেখেছে?
  2018-06-28 19:56:08  cri

চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয় আজ (বৃহস্পতিবার) 'চীন ও বিশ্ব বাণিজ্য সংস্থা' শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করে। শ্বেতপত্রে অন্যান্যের মধ্যে আছে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার পর চীনের ভূমিকার কথা। বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার পর বিশ্বের অর্থনীতিতে চীনের ইতিবাচক ভূমিকার ওপর কিছু তথ্য তুলে ধরছি এখানে।

বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে চীনের গড় অবদান প্রায় ৩০ শতাংশে উন্নীত হয়েছে। চীন বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

 

চীনে গত ৪০ বছরে ৭০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। এই সময়কালে গোটা বিশ্বে যত লোক দারিদ্র্যমুক্ত হয়েছে, তাদের ৭০ শতাংশই চীনের।

২০১৭ সালে আন্তর্জাতিক আমদানি ও রফতানি বাণিজ্যে চীনের হিস্যা ছিল যথাক্রমে ১০.২ শতাংশ ও ১২.৮ শতাংশ। সারা বিশ্বের ১২০টিও বেশী দেশ ও অঞ্চলের প্রধান বাণিজ্যিক অংশীদার এখন চীন।

২০০১ সাল থেকে ২০১৭ সালের মধ্যে চীনের সেবা-বাণিজ্য খাতে আমদানি ৩৯.৩ কোটি মার্কিন ডলার থেকে ৪৬৭.৬ কোটি মার্কিন ডলারে পৌঁছায়, যা এ-খাতে বিশ্বের মোট আমদানির প্রায় ১০ শতাংশ।

 

২০১৭ সালে ১৩ কোটি চীনা বিদেশ ভ্রমণ করেন। বিদেশে গিয়ে তারা ব্যয় করেছেন ১১৫২৯ কোটি মার্কিন ডলার।

 

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে যোগদানের পর চীনে বিদেশি ব্যবসায়িদের সরাসরি পুঁজি বিনিয়োগের পরিমাণ ২০০১ সালের ৪৬৮৮ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ২০১৭ সালে দাঁড়ায় ১৩,৬৩২ কোটি মার্কিন ডলারে। এক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধি হয় ৬.৯ শতাংশ। বিদেশি ব্যবসায়িদের সরাসরি পুঁজি বিনিয়োগের দিক দিয়ে চীন ১৯৯২ সাল থেকে টানা ২৬ বছর উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে থাকে।

চীন যখন ডব্লিউটিও-তে যোগ দেয় তখন সরাসরি বিদেশি পুঁজি বিনিয়োগের বিচারে বিশ্বের দেশটির অবস্থান ছিল ২৬তম। আর ২০১৭ সালে এক্ষেত্রে চীনের অবস্থান ছিল তৃতীয়।

'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব উত্থাপনের পর থেকে ২০১৭ সালের শেষ দিক পর্যন্ত, চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট দেশগুলোতে ৭৫টি 'আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অঞ্চল' প্রতিষ্ঠা করেছে। এ-সময়কালে চীনা কোম্পানিগুলো এসব দেশকে কর দিয়েছে ১৬০ কোটি মার্কিন ডলারের বেশি। চীনা কর্মকাণ্ডের কারণে এসব দেশে উক্ত সময়কালে মোট ২ লাখ ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040