'তোমার নাম ভালোবাসা'
  2018-06-25 15:16:27  cri



বন্ধুরা, আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী লিয়াং জিং রু'র সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমি তাঁর কন্ঠে আরো কয়েকটি গান শোনাবো। প্রথমে শুনবেন তাঁর কন্ঠে 'উষ্ণ' শীর্ষক গান। গানটি ২০০৬ সালে রিলিজ হয়। গানটি লিয়াং জিং রু'র অষ্ট অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লিয়াং জিং রু'র কন্ঠে 'উষ্ণ' নামের গান। ২০০৮ সালে তাঁর অ্যালবাম 'আরাধনা' ১৯তম তাইওয়ানের শ্রেষ্ঠ সঙ্গীত পুরস্কারের শ্রেষ্ঠ এমটিভি পুরস্কার লাভ করে। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো তাইওয়ানের শ্রেষ্ঠ সঙ্গীত পুরস্কারের শ্রেষ্ঠ গায়িকার মনোনয়ন পান। ২০০৯ সালে তাঁর দশম অ্যালবাম 'তাঁর জন্য কাঁদবে না' প্রকাশিত হয়। ২০১০ সালে বাজারে আসে একাদশ অ্যালবাম 'আজই ভালোবাসা দিবস'। ২০১২ সালে তাঁর দ্বাদশ অ্যালবাম 'ভালোবাসার সময় দীর্ঘ হলে মানুষের মন বোঝা যাবে'। ২০১৫ সালে তিনি 'তোমার নাম ভালোবাসা' ব্যানারে কনসার্ট আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'রেশমপথ' নামের গান শোনাবো। গানটি ২০০৫ সালে রিলিজ হয়, যা লিয়াং জিং রু'র সপ্তম অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন, লিয়াং জিং রু'র কন্ঠে 'রেশমপথ' নামের গান। গত সপ্তাহে আমি চীনের হংকংয়ের কন্ঠশিল্পী ছেন ই স্যুন ইসন চান'র কন্ঠে কয়েকটি গান শুনিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমি তাঁর কন্ঠে আরও কয়েকটি গান শোনাবো। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'তোমার সঙ্গে দীর্ঘ সময় কাটাবো' নামের গান। গানটির কথা এমন: 'আমি নীরবতায় থাকি/ আমি তোমার বিশ্ব হতে পারি না, কিন্তু তোমার কাঁধ হতে চাই/ আত্মসমর্পণের আগে আমি তোমার সঙ্গে থাকতে চাই/ তুমি ভবিষ্যতের চিন্তা করার আগে আমি তোমার সঙ্গে থাকতে চাই/ তোমাকে সাহসী করা পর্যন্ত তোমার সঙ্গে থাকতে চাই/ বার বার হারিয়ে গেছো, কিন্তু আমি তোমাকে ত্যাগ করিনি/ ভবিষ্যত কতো দীর্ঘ, কিন্তু আমাদের আশা আছে/ তোমার সঙ্গে থাকতে চাই গল্প শেষ হওয়া পর্যন্ত/ আমরা শান্তি উপভোগ করি/ আমরা শান্তিতে মত বিনিময় করি/ আমাদের আনন্দ লাগে, একাকীত্ব বোধ করি না'। আচ্ছা, আমরা এখন গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ইসন চান'র কন্ঠে 'তোমার সঙ্গে দীর্ঘ সময় কাটাবো' নামের গান। ১৯৯৬ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৭ সালে তিনি প্রথমবারের মতো চলচ্চিত্রে আসেন। তিনি সংগীত ও চলচ্চিত্রের ক্ষেত্রে অনেক মর্যাদা ও পুরস্কার লাভ করেছেন। তার অনেক গান চীনে, এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ায়ও ভীষণ জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'Sleep Alone' নামের গান শোনাবো। গানটি একটি ইংরেজি ভাষার গান। গানটি ২০১৫ সালের একটি চলচ্চিত্রের থিম সং। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ইসন চান'র কন্ঠে 'Sleep Alone' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ভালবাসা স্থানান্তরণ' শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৭ সালে রিলিজ হয়। গানটি তখন খুবই জনপ্রিয় একটি চলচ্চিত্রের থিম সং। গানটি ২০০৭ সালে বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করে। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ইসন চান'র কন্ঠে 'ভালবাসা স্থানান্তরণ' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'বাইসাইকেল' নামের ক্যান্টোনিজ গান শোনাবো। গানটি ২০০১ সালে রিলিজ হয়। গানের কথা লিখেছেন হুয়াং ওয়েই ওয়েন। ছোটবেলায় বাইসাইকেল চালিয়ে বাবার সঙ্গে সমুদ্র-সৈকতে খেলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে গানে। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040