'তোমার ভালোবাসার অপেক্ষায়'
  2018-06-25 14:59:45  cri



বন্ধুরা, গতকালের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লি কু ই'র কণ্ঠে কয়েকটি গান শুনিয়েছি। আজকের অনুষ্ঠানে আমি তাঁর কন্ঠে আরও কয়েকটি গান আপনাদের শোনাবো। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'তরুণ বন্ধুরা, চল পার্টিতে যাই' নামের গান। গানটি ১৯৮০ সালে রিলিজ হয়। গানটি চীনের সংস্কার ও উন্মুক্তকরণনীতি চালুর শুরুর দিকের। গানে তত্কালীন তরুণ চীনাদের কাছে মাতৃভূমির প্রত্যাশার কথা বলা হয়েছে। চলুন, আমরা একসঙ্গে এ পুরাতন গান শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লি কু ই'র কন্ঠে 'তরুণ বন্ধুরা, চল পার্টিতে যাই' শীর্ষক গান। ১৯৯৬ সালে তিনি চীনের ওরিয়েন্টাল গান ও নৃত্য এনসেমলের প্রথম উপ-প্রধানের দায়িত্ব পালন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি সিসিটিভি ও মার্কিন এমটিভি'র লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন। ২০০১৫ সালে তিনি নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়ায় ট্যুর কনসার্টের আয়োজন করেন। ২০১২ সালে তিনি বেইজিংয়ে 'শিল্পজগতে প্রবেশের ৫০তম বার্ষিকী' শীর্ষক কনসার্ট আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ছিয়ানমেন অনুভূতি ও বড় বাটি চা' শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৯৯ সালে রিলিজ হয়। ছিয়ানমেন নিষিদ্ধ নগরের দক্ষিণ দিকে অবস্থিত। এটি নিষিদ্ধ নগরের প্রথম দরজা। 'বড় বাটি চা' হল আগের বেইজিংয়ের মানুষের সাধারণ পানীয়। সাধারণত রাস্তায় বিক্রি হতো। গানে জন্মস্থানকে মিস্‌ করার অনুভূতি ফুটে উঠেছে। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লি কু ই'র কন্ঠে 'ছিয়ানমেন অনুভূতি ও বড় বাটি চা' শীর্ষক গান। ২০১৪ সালে তিনি টিভি কেন্দ্রের সংগীত প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন শুরু করেন। ২০১৬ সাল ও ২০১৮ সালে তিনি তরুণ কন্ঠশিল্পীদের জন্য গান রচনা করেন ও তাদের সঙ্গে গানে কণ্ঠ দেন। গানগুলো ওয়েবসাইটে খুবই জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ক্যাশমিয়াম ফুল' শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৮০ সালের জনপ্রিয় একটি চলচ্চিত্রের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি কু ই'র কন্ঠে 'ক্যাশমিয়াম ফুল' গানটি। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'হৃদয়ে গোলাপী ফুল' শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৭৯ সালে রিলিজ হয়। গানটি তখনকার খুবই জনপ্রিয় একটি চলচ্চিত্রের থিম সং। গানটি 'গণপ্রজাতন্ত্রী চীনের ক্লাসিক গান সংগ্রহ'-এ অন্তর্ভুক্ত হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লি কু ই'র কন্ঠে 'হৃদয়ে গোলাপী ফুল' গানটি। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ঘনিষ্ঠ বন্ধু' নামের গান শোনাবা। গানটি ১৯৮১ সালে রিলিজ হয়। গানটি সে-বছরে মুক্তি পাওয়া একই নামের চলচ্চিত্রের থিম সং। চলচ্চিত্রে চীনের বিখ্যাত দেশপ্রেমিক জেনারেল ছাই এ ও তাঁর প্রেমিকা সিয়াও ফেং সিয়ান'র গল্প বলা হয়েছে। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লি কু ই'র কন্ঠে 'ঘনিষ্ঠ বন্ধু' নামের গান। এখন আমি আপনাদেরকে হংকংয়ের কন্ঠশিল্পী ছেন ই স্যুন'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ছেন ই স্যুনের ইংরেজি নাম ইসন ছান। তিনি ১৯৭৪ সালের ২৭ জুলাই চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটেনের কিংস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। এখন আমি আপনাদেরকে 'তোমার ভালোবাসার অপেক্ষায়' শীর্ষক গান শোনাবো। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040