আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, শেখ হাসিনার ভাষণ
  2018-06-24 14:36:13  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির সব অর্জন এসেছে আওয়ামী লীগের হাত ধরে। আর আওয়ামী লীগ রাজনীতি করে তৃণমূল মানুষের উন্নয়নের জন্য। অতীতের মতোই ত্যাগের মনোভাব নিয়ে দলের নেতাকর্মীদের রাজনীতি করার নির্দেশনা দেন তিনি।

আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ সব নির্দেশনা দেন দলের সভানেত্রী শেখ হাসিনা। দলের দুঃসময়ে পাশে থাকা কর্মীদের যারা মূল্যায়ন করেননি তারা আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন পাবেন না বলে জানান তিনি। আর দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে কাজ করতেও নির্দেশন দেন তিনি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতেও বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

এর আগে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের নতুন ভবন উদ্বোধন করেন শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ নেতা ও সরকারের মন্ত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040