জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চীনের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন মহাসচিব আন্তোনিও গুতেরহিস
  2018-06-24 14:30:04  cri
জুন ২৪: বিশ্বের বিভিন্ন স্থানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে চীনা শান্তিরক্ষীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস। গত ২২ জুন নিউইয়র্কে চীনা পুলিশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, চীনা পুলিশ-শান্তিরক্ষীদের মান উচ্চ পর্যায়ের।

বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ-প্রধানদের দ্বিতীয় শীর্ষসম্মেলন (ইউএনসিওপিএস)-এ অংশগ্রহণকারী চীনা প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে মহাসচিব আরও বলেন, চীনা শান্তিরক্ষীরা জাতিসংঘের নিয়ম ও শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলে। আশা করা যায়, তাঁরা ভবিষ্যতেও শান্তিরক্ষা মিশনগুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন অব্যাহত রাখবে।

বৈঠককালে চীনা প্রতিনিধিদলের নেতা ও চীনের গণনিরাপত্তা উপমন্ত্রী ওয়াং সিও হোং বলেন, চীন প্রেসিডেন্ট সি চিন পিং ও মহাসচিব গুতেরহিসের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে এবং শান্তিরক্ষা মিশনগুলোকে আরও কার্যকর করতে জাতিসংঘকে সহযোগিতা দিয়ে যাবে।

তিনি আরও বলেন, চীন জাতিসংঘের সঙ্গে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন এবং মাদকদমন ও সন্ত্রাসদমনসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040