মস্কোয় পুতিন-মুন বৈঠক: কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে মতৈক্য
  2018-06-23 19:55:54  cri
জুন ২৩: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইন কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে একযোগে কাজ করবেন। গতকাল (শুক্রবার) মস্কোয় বৈঠকশেষে এক যৌথ-ঘোষণায় দু'নেতা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

যৌথ-ঘোষণায় আরও বলা হয়, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা জোরদার করা হবে।

এর আগে বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেন, দক্ষিণ কোরিয়া এশিয়ায় রাশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগী ও অংশীদার। গত বছর দু'দেশের বাণিজ্যের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে।

পুতিন আরও বলেন, কোরীয় উপদ্বীপ পরিস্থিতি শান্ত করতে তার দেশ বরাবরই মধ্যস্থতা করে এসেছে।

জবাবে মুন জায়ে-ইন বলেন, উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা এবং কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাসহ বিভিন্ন ইস্যুতে তার দেশ ও রাশিয়া একই অবস্থানে আছে। এ-ব্যাপারে দু'দেশের মধ্যে ঘনিষ্ট সহযোগিতাও চলছে। তিনি পুতিনকে দক্ষিণ কোরিয়া সফরের আমন্ত্রণও জানান। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040