দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র মহড়া সাময়িকভাবে স্থগিত থাকবে: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়
  2018-06-23 19:55:09  cri
জুন ২৩: দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ব-নির্ধারিত যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমগুলো সাময়িকভাবে স্থগিত থাকবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল (শুক্রবার) প্রকাশিত এক বিবৃতিতে এ-তথ্য জানিয়ে বলা হয়, গত ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত ট্রাম্প-কিম যৌথ-ঘোষণা বাস্তবায়নের খাতিরে এ-সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতি অনুসারে, সাময়িকভাবে স্থগিত যৌথ সামরিক মহড়ার মধ্যে থাকছে 'উলচি ফ্রিডম গার্ডিয়ান' এবং দক্ষিণ কোরীয় নৌবাহিনীর সঙ্গে পরিকল্পিত দু'টি যৌথ প্রশিক্ষণ কার্যক্রম।

উল্লেখ্য, পেন্টাগন বরাবরই মার্কিন-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়াকে 'আত্মরক্ষামূলক' বলে আখ্যায়িত করে এসেছে। তবে, সিঙ্গাপুর শীর্ষসম্মেলনশেষে এ-ধরনের যৌথ সামরিক মহড়া স্থগিত রাখার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040