ডব্লিওএমও'র সঙ্গে চীনের আবহাওয়া ব্যুরোর সহযোগিতা অব্যাহত থাকবে: লিউ ইয়া মিং
  2018-06-23 15:38:01  cri
জুন ২৩: বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিওএমও)-র সঙ্গে চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ)-র চলমান সহযোগিতা অব্যাহত থাকবে। গতকাল (শুক্রবার) সুইজারল্যান্ডের জেনিভায় 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় আবহাওয়া-সহযোগিতাবিষয়ক এক সম্মেলনে এ-কথা বলেন সিএমএ-র মহাপরিচালক লিউ ইয়া মিং। সম্মেলনে তিনি ডব্লিওএমও এবং সিএমএ-র "যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নের অভিপ্রায়পত্র" স্বাক্ষরের পর বিগত এক বছরে অর্জিত সাফল্যও তুলে ধরেন।

লিউ ইয়া মিং বলেন, বিগত এক বছরে দু'পক্ষের মধ্যে সহযোগিতায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। চীন এফওয়াই-২ আবহাওয়া উপগ্রহের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোকে আরও ভালো সেবা প্রদান করছে।

'অভিপ্রায়পত্র' কার্যকর করা এবং সংস্থার সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে চীনের আবহাওয়া প্রশাসন যেই ইতিবাচক ভূমিকা রেখেছে, সম্মেলনে তার প্রশংসা করেন বিশ্ব আবহাওয়া সংস্থার প্রেসিডেন্ট ডেভিড গ্রাইমস্‌ এবং অন্যান্য কর্মকর্তারা। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040