'দক্ষিণ চীন সাগরসংক্রান্ত পক্ষগুলোর নীতিমালা ঘোষণা'য়  জড়িত দেশগুলোর অধিবেশন ছাংশায় অনুষ্ঠিত হবে
  2018-06-22 16:53:59  cri
জুন ২২: 'দক্ষিণ চীন সাগরসংক্রান্ত পক্ষগুলোর নীতিমালা ঘোষণা'য় জড়িত দেশগুলোর উচ্চ পর্যায়ের অধিবেশন চীনের ছাংশা শহরে অনুষ্ঠিত হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চীন আসিয়ান দেশগুলোর সঙ্গে অব্যাহতভাবে 'ঘোষণা' বাস্তবায়ন করে যাবে এবং সামুদ্রিক বাস্তব সহযোগিতা ও দক্ষিণ চীন সাগর নীতিমালাসহ নানা বিষয়ে মতবিনিময় করবে।

কেং শুয়াং বলেন, বর্তমানে চীন ও এ অঞ্চলের দেশগুলোর যৌথ প্রচেষ্টায় দক্ষিণ চীন সাগর পরিস্থিতি স্থিতিশীল আছে। বিভিন্ন বর্তমান বৈঠক ও সহযোগিতার প্রবণতা বজায় রেখে আরও সাফল্য ও অগ্রগতি অর্জন করবে বলে চীন আশা প্রকাশ করে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040