চীনা প্রেসিডেন্টের সঙ্গে বিশ্বখ্যাত শিল্পপ্রতিষ্ঠানের সিইওদের বৈঠক অনুষ্ঠিত
  2018-06-22 10:47:19  cri
জুন ২২: গতকাল (বৃহস্পতিবার) বেইজিং সফররত বিশ্বের বিখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা 'বিশ্ব সিইও কমিটি'র বিশেষ গোলটেবিল শীর্ষসম্মেলনে অংশ নেন।

বৈঠকে সি বলেন, বিশ্বের কাছে দরজা খোলা এবং সংস্কার ও উন্মুক্তকরণ নীতির ৪০ বছর পার করেছে চীন। শীর্ষসম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা চীনের সংস্কারের সাক্ষী, অবদানকারী ও কল্যাণকামী। গত বছর থেকে বিশ্ব অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা দেখা দিয়েছে উল্লেখ করে সি বলেন, অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি দুর্বল, বাণিজ্য সংরক্ষণবাদ ও নিঃসঙ্গবাদ অব্যাহতভাবে ঘটছে, যা বিশ্বশান্তি ও উন্নয়নের বড় চ্যালেঞ্জ।

পাঁচ বছর আগে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ পেশ করে চীন। এর মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক উপকারিতা ও কল্যাণকর সহযোগিতা বাস্তবায়িত হয়েছে। চীনের দরজা বন্ধ হবে না, বরং আরো অবারিত হবে, যা দেশ-বিদেশের শিল্পপ্রতিষ্ঠানকে আরো সহজ ও নিরাপদ পুঁজি বিনিয়োগের পরিবেশ দেবে।

বৈঠকে বিভিন্ন দেশের শিল্পপতিরা চীনের সংস্কার ও উন্মুক্তকরণের সফলতার প্রশংসা করেন। গত ৪০ বছরে চীনের উন্নয়নে নিজ অবদানের পাশাপাশি অর্জিত সাফল্যের কথাও স্মরণ করেন তাঁরা। চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ যুগের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ; যা সংশ্লিষ্ট দেশের উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনবে বলে মনে করেন তাঁরা।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040