বেইজিংয়ে চীন ও নেপালের প্রধানমন্ত্রীর বৈঠক
  2018-06-21 19:26:09  cri

জুন ২১: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং'র সঙ্গে আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে সফররত নেপালি প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা ওলি বৈঠকে মিলিত হন। এ সময় চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান লি বিনও উপস্থিত ছিলেন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, চীন ও নেপাল প্রতিবেশীদেশ ও ভালো বন্ধু ও অংশীদার। দু'দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচসালা নীতি পালন করে। চীন-নেপাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু'দেশের পাশাপাশি এ অঞ্চল ও বিশ্বের জন্যও অনুকূল। নেপাল নিজের বাস্তব পরিস্থিতি অনুযায়ী সামাজিক ব্যবস্থা বাছাই করেছে, তাকে চীন সমর্থন করে। বেইজিং কাঠমন্ডুর সঙ্গে স্থলবন্দর, রেল ও সড়ক যোগাযোগ, সংস্কৃতি, অর্থ-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় এবং জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থা ও সার্কসহ নানা সংস্থায় সমন্বয় বাড়াতে ইচ্ছুক।

জবাবে ওলি বলেন, চীন ও নেপালের মধ্যে রয়েছে সুদীর্ঘ ঘনিষ্ঠ সম্পর্ক। নেপাল 'এক চীন নীতি' পালন করে। তিনি চীনের সুপ্রতিবেশীসূলভ কূটনৈতিক নীতি ও মানব জাতির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি প্রতিষ্ঠার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040