যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপে দেশটির জনসাধারণের বিরোধিতা ও আশঙ্কা সৃষ্টি হয়েছে: চীনের বাণিজ্য মন্ত্রণালয়
  2018-06-21 18:43:33  cri
জুন ২১: যুক্তরাষ্ট্র একতরফাভাবে চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, তাতে দেশটির জনসাধারণ দৃঢ় বিরোধিতা করেন এবং আশঙ্কাও প্রকাশ করেন। বিরোধীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, 'চীন দেখেছে যে, প্রথমে শুল্ক আরোপে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে বিরোধিতার কথা জানায়। ব্যাংকিং, কৃষি ও প্রক্রিয়াজাত মহলে বিরোধিতার কণ্ঠ শোনা যাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক বেশ কয়েকজন গবেষক ও বিশেষজ্ঞও বিরোধিতা করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের রাজনীতি খাতে ভিন্ন আওয়াজ স্পষ্টই শোনা গেছে। যুক্তরাষ্ট্রকে বিভিন্ন মহলের আশা-আকাঙ্ক্ষা দেখে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানায় চীন। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040