চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব অধিকার চুরির অভিযোগে ইতিহাস ও বাস্তবতা বিকৃত হয়েছে: চীনের বাণিজ্য মন্ত্রণালয়
  2018-06-21 17:11:04  cri
জুন ২১: যুক্তরাষ্ট্র চীনের ২০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক আদায়ের হুশিয়ারি দিয়েছে, তা হচ্ছে বাণিজ্য সংরক্ষণবাদী আচরণ। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে মেধাস্বত্ব অধিকার চুরির অভিযোগ জানিয়েছে, তাতে ইতিহাস ও বাস্তবতা বিকৃত হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

কাও ফেং বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছেমতো শুল্ক আরোপ করে এবং বিশ্বের নানা স্থানে বাণিজ্য-যুদ্ধ চালায়। যা বিশ্ব বাণিজ্যিক শৃঙ্খলা লঙ্ঘন করবে এবং বাণিজ্যিক অংশীদারের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের নিজের ব্যাপক কাঠামোগত সমস্যা রয়েছে। তবে এ সমস্যার ভুলটা অন্যদের ওপর যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040