চীন-যুক্তরাষ্ট্র অর্থ-বাণিজ্য আলোচনা একসময় সফল ছিল তবে দেশটি কথার বরখেলাপ করেছে: চীনের বাণিজ্য মন্ত্রণালয়
  2018-06-21 16:53:50  cri

জুন ২১: চীনের বাণিজ্য মন্ত্রণায়ের মুখপাত্র কাও ফেং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে বলেন, চীন-যুক্তরাষ্ট্র অর্থ-বাণিজ্য আলোচনা একসময় সফল ছিল তবে দেশটি কথার বরখেলাপ করেছে। তিনি জোর দিয়ে বলেন, চীন অব্যাহতভাবে পরিমাণ এবং গুণগতমানের দিক থেকে ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রকে দৃঢ় জবাব দিবে।

এদিন অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কাও ফেং বলেন, ১৯ মে 'ওয়াশিংটন মতৈক্যের' ভিত্তিতে চীন ও যুক্তরাষ্ট্র জুন মাসের প্রথম দিকে বে‌ইজিংয়ে কৃষি ও জ্বালানী ক্ষেত্র নিয়ে আলোচনা করে, তা অভিনন্দনযোগ্য এক ব্যাপার। দু'পক্ষের সম্প্রতি নির্মাণ ও সেবা শিল্প নিয়ে আলোচনা করার পাশাপাশি উভয় পক্ষের কিছু কাঠামোগত সমস্যা নিয়ে বিস্তারিতভাবে আলোচনার কথা ছিল।

চীন মনে করে, এর আগে দু'পক্ষের আলোচনা ছিলো ইতিবাচক ও গঠনমূলক এবং তা দু'দেশের জনগণের স্বার্থ, চীনের সংস্কার ও উন্মুক্তকরণের তাল এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নীতির সঙ্গ সঙ্গতিপূর্ণ। তবে দু:খের বিষয় হলো যুক্তরাষ্ট্র কথার বরখেলাপ করেছে এবং বাণিজ্য যুদ্ধ ঘটাতে অপচেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের গতানুগতিক উপায় চীনের ওপর কাজে লাগবে না এবং দেশটির অযৌক্তিক এ আচরণ সমস্যা সমাধানের জন্য সহায়ক নয়।(শিশির/টুটল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040