বিশ্ব ক্ষুধা সমস্যা গুরুতর হয়ে উঠেছে
  2018-06-21 16:52:53  cri

জুন ২১: জাতিসংঘের গতকাল (বুধবার) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কয়েক বছরে সহিংসতা ও জলবায়ু পরিবর্তনে সৃষ্ট খরাসহ বিভিন্ন বিপর্যয়ের কারণে বিশ্বে ক্ষুধা সমস্যা দিন দিন গুরুতর হয়ে উঠেছে।

এদিন জাতিসংঘ 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতিবেদন ২০১৮' প্রকাশ করে। এতে 'টেকসই উন্নয়ন কার্যতালিকা ২০৩০'-এ অন্তর্ভুক্ত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়ন নিয়ে মূল্যায়ন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, পুষ্টিহীন লোকসংখ্যা ২০১৫ সালের ৭৭.৭ কোটি থেকে ২০১৬ সালে বেড়ে ৮১.৫ কোটিতে দাঁড়িয়েছে এবং বিশ্বের লোকসংখ্যার মধ্যে এই পরিমাণ ১০.৬ শতাংশ থেকে ১১ শতাংশ বেড়েছে।

তাছাড়া, ২০১৭ সালে বিশ্বে ৫ বছর বা তার চেয়ে কম বয়সী ১৫.১ কোটি শিশুর দৈহিক উচ্চতার উন্নয়নের অভাব ছিলো এবং ৫ কোটি ১০ লাখ শিশুর ওজন ছিলো স্বাভাবিকের চেয়ে কম। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040