২২ জুন থেকে মার্কিন পণ্যে শুল্ক বাড়াবে ইইউ
  2018-06-21 16:28:59  cri
জুন ২১: আগামী ২২ জুন থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত প্রায় ২৮০ কোটি ইউরো মূল্যের পণ্যে শুল্ক বাড়াবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউরোপীয় কমিশন গতকাল (বুধবার) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শুল্ক বাড়ানো পণ্যের মধ্যে রয়েছে ইস্পাত ও অ্যালুমিনিয়াম সামগ্রী, কৃষিপণ্য ইত্যাদি। এভাবে শুল্ক বাড়ানো বিশ্ব বাণিজ্যিক সংস্থার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

ইউরোপীয় কমিশনের সদস্য সিসিলিয়া মালমুস্ট্রোম বলেন, যুক্তরাষ্ট্র একতরফা ও অন্যায়ভাবে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন ইইউ'র অন্য কোনো পথ খোলা নেই।

উল্লেখ্য, পহেলা জুন থেকে ইইউ, কানাডা ও মেক্সিকোর ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর যথাক্রমে ২৫ শতাংশ ও ১০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস গত ৩১ মে এ ঘোষণা দেন। ইইউ'র পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের নয়া শুল্কনীতি প্রায় ৬৪০ কোটি ইউরো মূল্যের পণ্য রপ্তানিতে প্রভাব ফেলেছে।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040