নতুন সদস্য নির্বাচন করে যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত করা হবে: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল
  2018-06-21 16:28:28  cri
জুন ২১: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নিয়ম অনুযায়ী নতুন সদস্য নির্বাচন করে যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত করা হবে। মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্ট ভোজিস্লাভ সু গতকাল (বুধবার) জেনিভায় অনুষ্ঠিত সংস্থার ৩৮তম অধিবেশনে এ কথা বলেছেন।

সু বলেন, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বর্তমান বিশ্বের মানবাধিকার সমস্যা নিয়ে আলোচনার একমাত্র প্লাটফর্ম। মানবাধিকার সমস্যা এখানে আলোচনা না হলে অন্য কোথাও সমাধান করা যাবে না।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিক্কি হ্যালি গত ১৯ জুন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মানবাধিকার কাউন্সিল থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ইসরাইল ইস্যুতে মানবাধিকার কাউন্সিল পক্ষপাতিত্ব করেছে এবং স্থানীয় মানবাধিকার রক্ষা করতে পারেনি।

উল্লেখ্য, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৪৭ জন সদস্য আছে। প্রতিবছর এক-তৃতীয়াংশ সদস্য পুনর্নির্বাচিত হয়। ২০০৯ সালের মে মাসে যুক্তরাষ্ট্র মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়। ২০১৯ সাল পর্যন্ত দেশটির কার্যমেয়াদ ছিল।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040