২০১৮ সাল থেকে শুরু হবে চীনের নবান্ন উৎসব
  2018-06-21 15:54:03  cri
জুন ২১: চীন সরকারের সিধান্ত অনুযায়ী চলতি বছর থেকে চীনের চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ফসল ঘরে তোলার মৌসুমে অর্থাত সেপ্টেম্বর মাসে নবান্ন উৎসব বা 'নোংমিন ফাংশৌ চিয়ে' উদযাপন করা হবে।

চীনের কৃষি ও গ্রামীণ সম্পর্কবিষয়ক মন্ত্রী হান ছাং পিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চীনের নবান্ন উত্সবে কৃষিবিষয়ক নতুন প্রযুক্তি ব্যবহারের সফলতা, কৃষির নতুন অগ্রগতি এবং নতুন গ্রামের সৌন্দর্য দেখানো হবে। এতে গ্রাম ও কৃষির উন্নয়ন জোরদার করা ও ঐতিহ্যবাহী কৃষি সংস্কৃতি লালন ও প্রচার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040