'এক অঞ্চল, এক পথ' সাংবাদিক সংগঠন ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত
  2018-06-21 15:12:52  cri
জুন ২১: ২০১৮ সালের 'এক অঞ্চল, এক পথ' সাংবাদিক সংগঠন ফোরাম গতকাল (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এটি চীনের উদ্যোগে সর্বাধিক দেশ ও সর্বোচ্চ পর্যায়ের সাংবাদিক সংগঠনের নেতাদের আন্তর্জাতিক সম্মেলন। অংশগ্রহণকারীরা 'এক অঞ্চল, এক পথ' সাংবাদিক সংগঠন সহযোগিতা ব্যবস্থার গড়ে তোলা ও উন্নয়ন এবং বাস্তব সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ফোরামে চীনা সাংবাদিক সমিতিতে 'এক অঞ্চল, এক পথ' সাংবাদিক সংগঠন ফোরামের সচিবালয় গড়ে তোলা এবং 'এক অঞ্চল, এক পথ' সাংবাদিক সংগঠন ফেডারেশন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের অনুষ্ঠানে আমি এ নিয়ে কিছু কথা বলবো।

বুধবার এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাটিন আমেরিকার ৪৭টি দেশ ও অঞ্চলের প্রায় একশ সাংবাদিক সংস্থা ও গণমাধ্যম প্রতিনিধি এ ফোরামে অংশ নেন। তাঁরা 'এক অঞ্চল, এক পথ' সংবাদ সহযোগিতা ও যোগাযোগের নতুন কাঠামো নিয়ে মতবিনিময় করেছেন। ফোরামে "'এক অঞ্চল, এক পথ' সাংবাদিক সংগঠন সহযোগিতা মতৈক্য" গৃহীত হয়েছে। চীনা সাংবাদিক সমিতি ২০টিরও বেশি দেশ ও অঞ্চলের সাংবাদিক সংস্থার সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' সংবাদ সহযোগিতা ও যোগাযোগের চুক্তি স্বাক্ষর করেছে।

চীনা সাংবাদিক সমিতির চেয়ারম্যান চাং ইয়ান নং মনে করেন, 'এক অঞ্চল, এক পথ' সাংবাদিক ফোরাম হলো উন্মুক্ত ও সমতা সহযোগিতা ও যোগাযোগের প্ল্যাটফর্ম এবং নিয়মিত ও বাস্তব ব্যবস্থা। ভবিষ্যতে বিভিন্ন দেশের সাংবাদিক সংগঠনের সহযোগিতা সম্পর্কে তিনি বলেন, আমরা আশা করি, ফোরামের সহযোগিতার কাঠামোয় বিভিন্ন দেশের গণমাধ্যমের তথ্য বিনিময়, তথ্য সরবরাহ, নীতি গবেষণা, ডেটা ও প্রযুক্তির সহযোগিতা জোরদার করা যাবে। চীন বিভিন্ন দেশের সাংবাদিক সংগঠনের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক।

চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র প্রচারবিষয়ক উপমন্ত্রী ও রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের পরিচালক চিয়াং চিয়ান কুও বলেন, নতুন পরিস্থিতিতে বিভিন্ন দেশের সাংবাদিকদের উচিত আরো সক্রিয়ভাবে সহযোগিতা করে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আরো বেশি সাফল্য অর্জন জোরদার করা।

রুশ সাংবাদিক ফেডারেশনের চেয়ারম্যান ভ্লাদিমির সোলোভইয়েভ বলেন, রুশ সাংবাদিক ফেডারেশন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের মৌলিক ধারণাকে সমর্থন করে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ দু'দেশের সহযোগিতার জন্য নতুন প্ল্যাটফর্ম ও সুযোগ দিয়েছে। রুশ সাংবাদিক ফেডারেশন বাস্তব ব্যবস্থা নিয়ে সাংবাদিকতা খাতে দু'দেশের সহযোগিতা জোরদার করবে।

আসিয়ান সাংবাদিক ফেডারেশনের চেয়ারম্যান থেপচাই সায়ে ইয়ং মনে করেন, এশিয়া একটি প্রাণবন্ত এবং সম্ভাবনাপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। এশীয় গণমাধ্যমের উচিত যৌথভাবে সহযোগিতা ও যোগাযোগের নতুন কাঠামো গড়ে তোলা। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ গণমাধ্যমের ঘনিষ্ঠ সহযোগিতার জন্য ভালো প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। গণমাধ্যমের উচিত আরো বেশি জ্ঞান ও সুষ্ঠু সমঝোতা সরবরাহ করা।

সুদান সাংবাদিক ফেডারেশনের চেয়ারম্যান আলসাদিগ ইব্রাহিম বলেন, চীন-আফ্রিকা সম্পর্ক উন্নয়ন একটি অভূতপূর্ব পর্যায়ের পৌঁছেছে। তিনি আশা করেন, 'এক অঞ্চল, এক পথ' সাংবাদিক সংগঠন ফোরামের মাধ্যমে আফ্রিকা চীনের সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা আরো ঘনিষ্ঠ হবে।

সুইজারল্যান্ড গণমাধ্যম ক্লাবের ভাইস চেয়ারম্যান ক্যাথেরিন মারি-জিনে জোসেফ বলেন, সংস্কৃতির ওপর চীন বেশি গুরুত্ব দেয়। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে বিভিন্ন জাতির সংস্কৃতিকে সম্মান করা হয়।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040