বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট ও নেপালি প্রধানমন্ত্রীর বৈঠক
  2018-06-20 19:28:59  cri
জুন ২০: আজ (বুধবার) বেইজিংয়ে গণমহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং'র সঙ্গে সফররত নেপালি প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা ওলি বৈঠক করেন।

বৈঠকের সময় সি চিন পিং বলেন, চীন ও নেপাল কষ্টকর সময় কাটিয়ে ওঠার সুপ্রতিবেশি। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দু-দেশ শান্তিপূর্ণ সহাবস্থান-সংক্রান্ত নীতি পালন করে আসছে। নেপাল 'এক চীন নীতি' পালন করায় চীন প্রশংসা করে। নেপাল নিজের সংগতিপূর্ণ সামাজিক ব্যবস্থা ও উন্নয়ন পথ নির্বাচন করে, তাতে সমর্থন করে চীন। দু'দেশ 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের কাঠামোতে আদান-প্রদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খাদগা প্রসাদ শর্মা ওলি নেপালের প্রতি চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, নেপাল চীনের সঙ্গে অবকাঠামো, অর্থ-বাণিজ্য ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040